মিরপুরে ‘সিটি পার্ক’ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে আজ (১৪ এপ্রিল) বিকালে ‘সিটি পার্ক চাইনিজ-থাই রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’ (পুরনো নাম- খান ম্যানশন) ভবনে আগুন লাগার পর তা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।
Mirpur fire
১৪ এপ্রিল ২০১৯, রাজধানীর মিরপুরে ‘সিটি পার্ক চাইনিজ-থাই রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’ (পুরনো নাম- খান ম্যানশন) ভবনে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে আসে। ছবি: শাহীন মোল্লা

রাজধানীর মিরপুরে আজ (১৪ এপ্রিল) বিকালে ‘সিটি পার্ক চাইনিজ-থাই রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’ (পুরনো নাম- খান ম্যানশন) ভবনে আগুন লাগার পর তা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তা নিয়ন্ত্রণে আসে।

দমকল বাহিনীর পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, আগুন নেভানোর সময় ধোঁয়ায় দমকল বাহিনীর দুজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।

তাদেরকে দ্রুত কাছাকাছি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় বলেও উল্লেখ করেন তিনি।

সূত্রের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা জানান, মিরপুর-১৪ এলাকায় অবস্থিত ‘সিটি পার্ক চাইনিজ-থাই রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’ (পুরনো নাম- খান ম্যানশন) ভবনটির ছয়তলায় একটি গুদামঘরে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলেও জানান তিনি।

দমকল বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আগুন নেভাতে দমকল বাহিনীর ১৫টি ইউনিট কাজ করেছে।

এর আগে, ভবনটির নাম মিলি সুপার মার্কেট বলা হয়েছিলো।

Comments