ভারতের বিশ্বকাপ দলে কার্তিক-শঙ্কর
শুরু থেকেই গুঞ্জন ছিল তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্তকে ছাড়াই হতে যাচ্ছে ভারতের বিশ্বকাপ দল। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়েছে। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। জায়গা হয়নি আম্বাতি রাউডুরও। কিছুটা বিস্ময় জাগিয়ে দলে জায়গা করে নিয়েছেন দিনেশ কার্তিক ও বিজয় শঙ্কর।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর তৃতীয় দল হিসেবে এদিন বিশ্বকাপের দল ঘোষণা করে ভারত। মহেন্দ্র সিং ধোনির সঙ্গে বাড়তি উইকেটরক্ষক হিসেবে পান্ত ও কার্তিকের মধ্যে জোর লড়াই চলে। শেষ পর্যন্ত ভাগ্য খুলেছে কার্তিকের। আর শেখর ধাওয়ান ও রোহিত শর্মার সঙ্গে তৃতীয় ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন লোকেশ রাহুল।
মূলত উইকেটকিপিংয়ের সক্ষমতার কারণেই এগিয়ে ছিলেন কার্তিক। কার্তিককে নেওয়ার কারণ উল্লেখ করে প্রধান নির্বাচক মান্নাবা শ্রীকান্ত প্রসাদ বলেছেন এমনটাই, ‘এ ব্যাপারে আমাদের মধ্যে অনেক বিতর্ক হয়েছে। ধোনি ইনজুরিতে পড়লে তার বিকল্প হিসেবে রিশাব পান্ত অথবা দিনেশ কার্তিককে ভেবেছি। গুরুত্বপূর্ণ ম্যাচে উইকেটকিপিংও খুবউ গুরুত্বপূর্ণ। আর এ কারণেই কার্তিককে দলে নেওয়া’
চার পেসার নিয়ে বিশ্বকাপে যাচ্ছে দলটি। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও ভুবনেশ্বর কুমারের সঙ্গে দলে রয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। কুলদিপ যাদব ও জুজবেন্দ্র চাহালের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন রবিন্দ্র জাদেজা।
ভারতের বিশ্বকাপ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, জুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক।
Comments