বদলে গেলো এলআরবি
আইয়ুব বাচ্চু’র ব্যান্ড এলআরবি কাটিয়ে দিয়েছে ২৮টি বছর। কিন্তু, ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এর ভোকাল ও প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। তার মৃত্যুতে ব্যান্ডটিতে নানা রকম সঙ্কট দেখা দেয়। থমকে যায় এলআরবি’র পথচলা। কিন্তু গত ৫ এপ্রিল এলআরবি’র জন্মদিনে কণ্ঠশিল্পী বালামের নাম ঘোষণা করা হয় ভোকাল হিসেবে।
অনেক শ্রোতা বালামকে এই দলে মেনে নিতে পারেনি। আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্যরাও অনুরোধ করেছেন বালামকে নিয়ে দলের নামটি যেনো পরিবর্তন করা হয়।
দলে বালামের যোগদানের ১০ দিনের মাথায় বদলে গেলো আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত ‘এলআরবি’র নাম! বর্তমানের সদস্যরা এখন থেকে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’ ব্যান্ডের সদস্য হিসেবে পরিচিত হবেন। তবে ব্যান্ডের নাম পরিবর্তিত হলেও স্টেজে ‘এলআরবি’র সব গানই পরিবেশন করবে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’।
আজ ১৫ এপ্রিল, এলআরবি’র ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে দলটির গিটারিস্ট আব্দুল্লাহ আল মাসুদও জানান, এলআরবি এখন থেকে ‘বালাম অ্যান্ড দ্য লিগ্যাসি’। এই নাম বদলের পেছনে আইয়ুব বাচ্চুর পরিবারের সদস্য ও ভক্তদের ইচ্ছাই প্রাধান্য পেয়েছে।
Comments