‘ইট ক্যান বি চেইঞ্জড’

বিশ্বকাপে কে থাকছেন বাংলাদেশ জাতীয় দলে? ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদের পরিণতি কি ২০১১ সালের মাশরাফি বিন মুর্তজার মতোই হতে যাচ্ছে? পেস অলরাউন্ডার হিসেবে কে জায়গা পাচ্ছেন? মোহাম্মদ সাইফউদ্দিন নাকি ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা ফরহাদ রেজা? ওপেনিংয়েই বা তামিম ইকবালের সঙ্গী কে? এ নিয়ে রাজ্যের কৌতূহল। আর এ কৌতূহলটা হয়তো মিটবে আগামীকাল মঙ্গলবারই।
ফাইল ছবি

বিশ্বকাপে কে থাকছেন বাংলাদেশ জাতীয় দলে? ইনজুরি থেকে ফেরা তাসকিন আহমেদের পরিণতি কি ২০১১ সালের মাশরাফি বিন মুর্তজার মতোই হতে যাচ্ছে? পেস অলরাউন্ডার হিসেবে কে জায়গা পাচ্ছেন? মোহাম্মদ সাইফউদ্দিন নাকি ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা ফরহাদ রেজা? ওপেনিংয়েই বা তামিম ইকবালের সঙ্গী কে? এ নিয়ে রাজ্যের কৌতূহল। আর এ কৌতূহলটা হয়তো মিটবে আগামীকাল মঙ্গলবারই।

কিন্তু আসলেই কি মিটবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন ভিন্ন কথা, 'আমার মনে হয় দল কালকে বা পরশু দিয়ে দিবে... ২২ মে পর্যন্ত সময় আছে, এরপরও কাউকে না বলেই দল পরিবর্তন করতে পারি... যেহেতু আমাদের সময় আছে, আমি বলতে এসেছিলাম যে, তোমরা স্কোয়াড দিয়ে দাও ১৫ জনের। বাট ইট ক্যান বি চেইঞ্জড।'

বিসিবি সভাপতির কথার মানে একটাই দাঁড়ায়, মঙ্গলবারের ঘোষিত দল থেকেও পরিবর্তন হতে পারে। আইসিসির নতুন নিয়মের সুযোগটাই নিতে চাচ্ছেন তিনি। নিয়ম অনুযায়ী, আগামী ২৩ এপ্রিলের মধ্যে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে। তবে চাইলে ইনজুরি কিংবা নির্দিষ্ট অনুমোদিত কারণে আগামী ২৩ মে'র মধ্যে যে কোন সময় খেলোয়াড় পরিবর্তন করা যাবে। মানে সুনির্দিষ্ট কারণ ছাড়াই চাইলে স্কোয়াড পরিবর্তন করার ক্ষমতা রাখে দলগুলো।

তাহলে স্কোয়াড ঘোষণার মানেই বা কি দাঁড়ায়? ঘোষিত বিশ্বকাপ দলে থাকলেও শেষ পর্যন্ত নাও হতে পারে তার বিশ্বকাপ খেলা। বিসিবি সভাপতি তো তা আরও স্পষ্ট করে দেন, 'কেউ যদি ভালো পারফর্ম করে, তার আসার একটা সুযোগ আছে। আমাদের একটা সুযোগ আছে, বিকল্প আছে এটা বদল করার। এটাই বলার জন্যই এসেছি। দলটা দেরি না করে দিয়ে দাও।'

আগামী ৩মে থেকে উইন্ডিজ ও বাংলাদেশকে নিয়ে আয়ারল্যান্ডে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। তবে টাইগারদের প্রথম ম্যাচ ৭ মে। সেখানে বিশ্বকাপে ঘোষিত দলের সঙ্গে বাড়তি আরও দুইজন খেলোয়াড় যোগ দিবেন। আর ভালো করতে পারলে সুযোগ থাকছে তাদেরও। পাপনের ভাষায়, 'ত্রিদেশীয় টুর্নামেন্টে ভালো খেললে, তাহলে ওদেরকে আমরা নতুন ভাবে সুযোগ দিয়ে দেখতে পারি।'

অনেক দিন থেকেই প্রধান নির্বাচক বলে আসছেন স্কোয়াড প্রায় তাদের তৈরি। ঝামেলাটা হচ্ছে  একটি দুটি জায়গায়। ইনজুরি থেকে ফেরা তাসকিন, সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা ফজলে রাব্বি ও অভিজ্ঞ মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। দ্বিধা আছে সাইফউদ্দিন ও ফরহাদ রেজাকে নিয়েও। তবে যেহেতু আইসিসির দেওয়া সুযোগটা নিতে আগ্রহী বাংলাদেশ, তাই মঙ্গলবারই হয়তো ঘোষিত হচ্ছে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড।

আর এমন অভিজ্ঞতা বাংলাদেশের আগেও রয়েছে। প্রথম বিশ্বকাপের জন্য ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছিল উইকেটরক্ষক ব্যাটসম্যান জাহাঙ্গির আলমকে। সেবার মূল দলে জায়গা হয়নি সে সময়ের সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন নান্নুর। কিন্তু পড়ে জনসাধারণের আন্দোলনে তাকে দলে নিতে বাধ্য হয় বিসিবি। তাই ইনজুরির দোহাই দিয়ে বাদ দেওয়া হয় জাহাঙ্গিরকে। এবারও হয়তো এমন কারো কপাল পুড়তে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago