প্যারিসে বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপন

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ দূতাবাসে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪২৬। সেখানে বসবাসরত প্রায় দেড় শতাধিক বাংলাদেশি নাগরিক স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ কালক্রমে বাঙালি সংস্কৃতির সার্বজনীন ও সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়েছে। ইউনেস্কো-এর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible cultural heritage) হিসেবে মঙ্গল শোভাযাত্রার অন্তর্ভুক্তির কথা উল্লেখ করে নববর্ষ উদযাপনের আন্তর্জাতিকীকরণের কথা তুলে ধরেন তিনি।

দিনটি উপলক্ষে নানা রঙের মুখোশ, ব্যানার-ফেস্টুনে দূতাবাস প্রাঙ্গণ সজ্জিত করা হয়। উপস্থিত সকলের অংশগ্রহণে সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে পহেলা বৈশাখের অনুষ্ঠানের সূচনা হয়। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে গান ও কবিতা আবৃত্তিতে বর্ণাঢ্য রূপ পায় এই আয়োজন।

সবশেষে আগত অতিথিদের ঐতিহ্যবাহী দেশীয় খাবারে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।

Comments

The Daily Star  | English

Air raid sirens in northern Israel due to Iranian missiles: military

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

4h ago