ধর্ষণ, যৌন নির্যাতিতদের জবানবন্দি নেবেন কেবল নারী ম্যাজিস্ট্রেট
এখন থেকে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুদের জবানবন্দী নেবেন কেবল নারী ম্যাজিস্ট্রেট। আজ (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্ট প্রশাসন কর্তৃক জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনুসারে, এ কাজ বাস্তবায়নের জন্য নারী হাকিম নিয়োগ করতে সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেন এই বিজ্ঞপ্তি জারি করেছেন।
সেখানে বলা হয়েছে, সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে ধর্ষণ, যৌন নির্যাতনের শিকার নারী বা শিশুদের জবানবন্দি নেওয়ার দায়িত্ব নারী হাকিমদের প্রতি অর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
Comments