লিস্ট এ ক্রিকেটে মাশরাফির ৪০০ উইকেট

গ্রুপ পর্বে প্রাইম ব্যাংকের বিপক্ষেই ৩৯৯তম লিস্ট এ উইকেট শিকার করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। পরের ম্যাচেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার নতুন মাইলফলকের জন্য। কিন্তু সবাইকে হতাশ করে টানা তিন ম্যাচ উইকেট শূন্য। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এদিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষেই নিজের এ মাইলফলক স্পর্শ করেছেন আবাহনীর এ খেলোয়াড়।
Mashrafee Mortaza

গ্রুপ পর্বে প্রাইম ব্যাংকের বিপক্ষেই ৩৯৯তম লিস্ট এ উইকেট শিকার করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। পরের ম্যাচেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার নতুন মাইলফলকের জন্য। কিন্তু সবাইকে হতাশ করে টানা তিন ম্যাচ উইকেট শূন্য। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। এদিন চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষেই নিজের এ মাইলফলক স্পর্শ করেছেন আবাহনীর এ খেলোয়াড়।

ক্যারিয়ারের অনেক বছরই ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন মাশরাফি। অন্যথায় এ কীর্তি হয়ত অনেক আগেই গড়তে পারেন তিনি। সাভারের বিকেএসপিতে এদিন মোহামেডানের ওপেনার ইরফান শুক্কুরকে সরাসরি বোল্ড করে এ কীর্তি গড়েছেন। বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে চলতি প্রিমিয়ার লিগেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের আব্দুর রাজ্জাক।

ঢাকা প্রিমিয়ার লিগ শুরু আগ থেকেই আলোচনায় ছিলেন রাজ্জাক ও মাশরাফি। দুইজনের সামনেই ছিল দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার ইতিহাস গড়ার। তবে কিছুটা এগিয়ে ছিলেন রাজ্জাক। এ কীর্তি থেকে আট উইকেট দূরে ছিলেন তিনি। আর মাশরাফি ছিলেন ১১ উইকেট দূরে। ইতিহাসটা তাই রাজ্জাকই আগে গড়েছেন। মাশরাফির এ কীর্তি গড়তে ম্যাচ খেলতে হলো ২৮৭টি ম্যাচ। রাজ্জাক করেছিলেন ২৬৯ ম্যাচে। মাশরাফি তার ৪০০ উইকেটের ২৫৯টি পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলে। দেশের জার্সি গায়ে সর্বোচ্চ উইকেট শিকারীও এ পেসার।

মাইলফলক ছোঁয়ার এ ম্যাচে প্রথম স্পেলে ৫ ওভার বল করে ১টি উইকেট পেয়েছেন মাশরাফি। ম্যাচ চলছে এখনও। তাতে মোহামেডানের উপর ছড়ি ঘুরাচ্ছে মাশরাফির দল আবাহনী। ৩০৫ রানের বিশাল লক্ষ্য দিয়ে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নিয়েছেন ৬০ রানের মাথায়।

Comments