চার বছর ওয়ানডে না খেলেও বিশ্বকাপে অধিনায়ক

গত বিশ্বকাপের সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দিমুথ করুনারত্নে। এই চার বছরে শ্রীলঙ্কার হয়ে আর রঙিন পোশাক গায়ে চাপাবার সুযোগ হয়নি। কিন্তু টেস্ট দলের এই অধিনায়কে এবার বিশ্বকাপেও অধিনায়ক করেছেন শ্রীলঙ্কা। গুঞ্জন অনুযায়ী সরিয়ে দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে।
Dimuth Karunaratne
ফাইল ছবি: এএফপি

গত বিশ্বকাপের সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন দিমুথ করুনারত্নে। এই চার বছরে শ্রীলঙ্কার হয়ে আর রঙিন পোশাক গায়ে চাপাবার সুযোগ হয়নি। কিন্তু টেস্ট দলের এই অধিনায়কে এবার বিশ্বকাপেও অধিনায়ক করেছেন শ্রীলঙ্কা। গুঞ্জন অনুযায়ী সরিয়ে দেওয়া হয়েছে লাসিথ মালিঙ্গাকে।

দলের নেতৃত্ব নিয়ে টানাপড়েন, নানা বিতর্কে টালমাটাল শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ দল দেওয়ার আগে অধিনায়কের নাম জানালো। আগেই রটে গিয়েছিল বিশ্বকাপে নেতৃত্ব পেতে যাচ্ছে করুনারত্নে। কয়েকদিন আগে এক দুর্ঘটনায় গ্রেপ্তার হয়ে খবরে এলেও তার কাঁধেই শেষ পর্যন্ত ভরসা রাখছে দেশটির ক্রিকেট বোর্ড।

করুনারত্নে এই চার বছরে ওয়ানডে খেলেননি, তার আগে যে ৭ ম্যাচ খেলেছিলেন তাতে তার পরিসংখ্যান খুবই নাজুক। ১৭ ওয়ানডে খেলে গড় ১৫.৮৩। লিস্ট-এ ক্রিকেটেও আহামরি কিছু করেননি। ১২০ ম্যাচে গড় ৩৪.৩৪। কিন্তু বিশ্বকাপের মতো আসরে নেতৃত্ব দেওয়ার মতো আর কাউকে না পেয়ে তাকেই বেছে নেওয়া হয়েছে।

দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম উপমহাদেশীয় দল হিসেবে টেস্ট সিরিজ জেতানোয় দেশকে নেতৃত্ব দেওয়াতেই বিশ্বকাপে এমন ভার পেলেন এই বাঁহাতি ওপেনার।

করুনারত্নের আগে লঙ্কাকে অধিনায়কত্ব করা মালিঙ্গার নেতৃত্ব আগেই প্রশ্নবিদ্ধ হয়। ৯ ম্যাচে দলকে অধিনায়কত্ব করে জেতাতে পারেননি একটিও। উলটো থিসিরা পেরেরার সঙ্গে বিতর্কে জড়িয়ে খবরে আসেন তিনি।

অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আবারও নেতৃত্বে ফেরানোর সুযোগ ছিল লঙ্কান বোর্ডের। লঙ্কান গণমাধ্যমের খবর নির্বাচকরা চাইলেও ম্যাথিউসই বেঁকে বসেছেন তাতে।

১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা শুক্রবারের মধ্যে বিশ্বকাপ দল ঘোষণা করতে পারে।

Comments