পর্তুগালে বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত

পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
Portugal bus crash
১৭ এপ্রিল ২০১৯, পর্তুগালের মাদেইরা দ্বীপে দুর্ঘটনাকবলিত বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। ছবি: রয়টার্স

পর্তুগালের মাদেইরা দ্বীপে একটি বাস দুর্ঘটনায় ২৯ জার্মান পর্যটক নিহত হয়েছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে একটি বাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

আকাশ থেকে তোলা ভিডিওচিত্রে দেখা গেছে বাসটির ভগ্নাংশ পাহাড়ি এলাকার একটি ভবনের বিপরীত দিকে বিপজ্জনক অবস্থায় রয়েছে। গাড়িটির ছাদ আংশিক ধ্বংস ও জানালা ভেঙ্গে গেছে।

উদ্ধারকর্মীরা ঝোঁপঝাড়ের মধ্যে আহত যাত্রীদের কাছে পৌঁছেছেন। সেখানে গাড়িটি অবস্থান করছিলো। অনেকের মাথায় রক্তাক্ত ব্যান্ডেজ বাঁধা ও তাদের পোশাক রক্তমাখা। অন্যরা মারাত্মকভাবে আহত হয়েছে বলে মনে হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, নিহতদের অধিকাংশের বয়স ৪০ ও ৫০ এর কোঠায়।

মাডেইরার আঞ্চলিক সুরক্ষা সংস্থা এই ঘটনায় ২৮ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নারীর মৃত্যুর কথা জানিয়েছে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন।

Comments

The Daily Star  | English
metro rail operations restart after suspension

Metro rail to run on Fridays

The metro rail authority also expects that trains will stop at Kazipara station from Friday as it is being prepared to resume operations

52m ago