১০০ প্রভাবশালীর তালিকায় মাহাথির, ইমরান

বিখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর দৃষ্টিতে চলতি বছরে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই তালিকায় আরও রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম।
Mahathir Mohamad and Imran Khan
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম।

বিখ্যাত মার্কিন সাময়িকী ‘টাইম’-এর দৃষ্টিতে চলতি বছরে ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এই তালিকায় আরও রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার এই বর্ষীয়ান নেতা রাজনীতি থেকে অবসর নেওয়ার পর জনগণের আহ্বানে আবার ফিরে আসেন এবং গত বছর ৯ মে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেন।

‘সারাওয়াক রিপোর্ট’ এর সম্পাদক ক্লারি রেওকাসল ব্রাউন মাহাথির সম্পর্কে টাইম সাময়িকীতে লিখেছেন, “শুধু বয়সে তরুণ হলেই যে ক্ষমতার লড়াইয়ে নামা যাবে এমন কোনো কথা নেই।”

তিনি ৯২ বছর বয়সী মাহাথিরের বিপুল জনপ্রিয়তার কথা উল্লেখ করে গণতন্ত্রের পথে দেশটির এগিয়ে যাওয়ার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

এদিকে, ‘প্রভাবশালী ১০০’-র তালিকায় দক্ষিণ এশিয়া থেকে রয়েছে ইমরান খানের নাম। তার সম্পর্কে সাংবাদিক আহমেদ রশিদ লিখেছেন, ১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেট জয়ের পর ইমরান তৈরি করেছেন একটি বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল এবং একটি বিশ্ববিদ্যালয়। এরপর তিনি ক্ষমতায় আসেন দারিদ্রপীড়িত পাকিস্তানের। উচ্চাকাঙ্খী ইমরানকে দেশটির যুব সমাজের পছন্দের মানুষ হিসেবেও উল্লেখ করা হয় তার লেখায়।

সাময়িকীটির ২০১৯ সালের ‘প্রভাবশালী ১০০’-র তালিকায় আরও রয়েছেন: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, চীনের রাষ্ট্রপতি শি জিংপিং, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা আরডের্ন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago