শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে নেই চান্দিমাল

গেল অক্টোবরে শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমাল জায়গা পাননি বিশ্বকাপ দলে। গত বিশ্বকাপের পর আর ওয়ানডে না খেলা লাহিরু থিরুমান্নেকে আগেই অধিনায়ক করায় তার স্কোয়াডে থাকা ছিল অবধারিত। তার নেতৃত্বে ১৫ জনের দলে আছে আরও কিছু চমক
ছবি: Sri Lanka Cricket Twitter

গেল অক্টোবরে শ্রীলঙ্কার ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া দিনেশ চান্দিমাল জায়গা পাননি বিশ্বকাপ দলে। গত বিশ্বকাপের পর আর ওয়ানডে না খেলা লাহিরু থিরুমান্নেকে আগেই অধিনায়ক করায় তার স্কোয়াডে থাকা ছিল অবধারিত। তার নেতৃত্বে ১৫ জনের দলে আছে আরও কিছু চমক

বিশ্বকাপের জন্য স্পিন বোলিং অলরাউন্ডার মিলিন্ডা শ্রীবর্ধনকে রেখেছেন লঙ্কান নির্বাচকরা। আছেন জীবন মেন্ডিসও। তাদের সঙ্গে জায়গা পেয়েছেন ১১ ম্যাচ খেলা লেগ স্পিনার জেফরি ভেন্ডারসে। শ্রীবর্ধনে আর ভেন্ডারসে সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে। নেতৃত্ব পাওয়া করুনারত্নের মতো জীবন মেন্ডিসও সব শেষ ওয়ানডে খেলেছিলেন সেই ২০১৫ বিশ্বকাপে। 

দীর্ঘদিন ওয়ানডে না খেলে এই চারজনকে ফেরানো হলেও লঙ্কান বিশ্বকাপ দলে জায়গা মেলেনি অভিজ্ঞ ওপেনার উপুল থারাঙ্গার। জায়গা পাননি উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। জায়গা না তালিকায় আছেন অফ স্পিনার আকিলা ধনঞ্জয়া, দানুশকা গুনাতিলেকাও।

তবে গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরের পর অধিনায়কত্ব হারানো লাসিথ মালিঙ্গা আছেন বিশ্বকাপ দলে। আছেন অনেক বিতর্কের পর নেতৃত্ব ছেড়ে দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউস।

১ জুন বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে শ্রীলঙ্কা। তার আগে বিশ্বকাপের প্রস্তুতির জন্য স্কটল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ২৪ মে শ্রীলঙ্কার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মূল বিশ্বকাপে নামার আগে ২৭ মে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যর।

বিশ্বকাপের শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাজেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, ইশুরু উদানা, মিলিন্দা শ্রীবর্ধনে, অভিষেক ফার্নেন্ডো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভেন্ডারসে, নোয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমাল।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

41m ago