ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

Mymensingh road crash
২০ এপ্রিল ২০১৯, ময়মনসিংহ সদর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু এবং আরও দুইজন আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ সদর উপজেলায় একটি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু এবং আরও দুইজন আহত হয়েছেন।

পুলিশের বরাতে ঘটনাস্থল থেকে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় সনাক্ত করা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ জানান, আজ (২০ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের আলালপুর এলাকায় ফুলপুরগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু এবং অপর দুইজন আহত হন।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

Comments