কারু ও কুটির শিল্প নিয়ে ঢাকা বৈশাখী মেলা

যারা কখনো বায়স্কোপ দেখেননি, অথবা জানেন না কীভাবে বোনা হয় শীতল পাটি, তারা ঘুরে আসতে পারেন বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে। এখানে চলছে কারু, কুটির ও হস্ত শিল্প নিয়ে বৈশাখী মেলা।

দেশের বিভিন্ন অঞ্চলের হস্ত, কুটির, কারু ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে ১৯৭৮ সাল থেকে এ ধরনের মেলার আয়োজন করে আসছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এই মেলাগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে হস্ত শিল্পকে ঐতিহ্যের পথ ধরে এগিয়ে নিয়ে চলেছে যেগুলো এখন হুমকির মুখে।

মেলার এসব পণ্যের পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী খাবার যেমন কদমা-বাতাসা, মন্দা-মিঠাই, মোয়া-মুড়ি, খৈ সহ আরও অনেক কিছুই। আর বাংলার মেলার বিনোদনের অবিচ্ছেদ্য অংশ নাগরদোলা, বায়স্কোপের আয়োজনও আছে এখানে।

মেলাটি চলবে ২৩ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা।

Comments

The Daily Star  | English

Structural weaknesses, poor governance plague economic reform: Debapriya

“If there is no stability in the economy, no other reform will be sustainable,” he said.

2h ago