ভীষণ দরকারের সময় জ্বলে উঠলেন সৌম্য

নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগে নেমে বড় রান পাচ্ছিলেন না সৌম্য সরকার। বিশ্বকাপ স্কোয়াডে থাকায় তার এই রান খরা ভাবাচ্ছিল টিম ম্যানেজমেন্টকে। অবশেষে মিলল চেনা সৌম্যের দেখা। লিগ শিরোপা নির্ধারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন তিনি।
Soumya Sarkar
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর ঢাকা প্রিমিয়ার লিগে নেমে বড় রান পাচ্ছিলেন না সৌম্য সরকার। বিশ্বকাপ স্কোয়াডে থাকায় তার এই রান খরা ভাবাচ্ছিল টিম ম্যানেজমেন্টকে। অবশেষে মিলল চেনা সৌম্যের দেখা। লিগ শিরোপা নির্ধারণে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন তিনি।

রোববার বিকেএসপিতে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ৭৯ বলে ১০৬ রান করে ফেরেন সৌম্য। সেঞ্চুরিতে পৌঁছান ৭১ বলে। অথচ আগের ১১ ম্যাচ খেলে সব মিলিয়ে মোটে ১৯৭ রান করতে পেরেছিলেন তিনি। শেষ চার ম্যাচে করেন ১, ২ , ১৭ আর ০ রান। তার এমন ধুঁকতে থাকায় চিন্তা বাড়ছিল টিম ম্যানেজমেন্টের। এবার এক ঝটকায় সব উদ্বেগ দূরে ছুড়ে ফিরলেন এই বাঁহাতি। 

সৌম্যের তাণ্ডবে টস জিতে ব্যাট করতে গিয়ে উদ্বোধনী জুটিতেই ১৬৯ রান তুলে ফেলে আবাহনী লিমিটেড। জহুরুল ইসলামকে নিয়ে ওপেন করতে নেমে দাপুটে ব্যাট চালাতে থাকেন সৌম্য। একপাশে জহুরুলকে রেখে দ্রুত বাড়াতে থাকেন রান।

৭৯ বলের ইনিংসে সৌম্য মেরেছেন ১৫ চার আর ২ ছক্কা। অর্থাৎ ১০৬ রানের ৭২ রানই সৌম্য নিয়েছেন বাউন্ডারি থেকে।  সৌম্যের অমন জ্বলে উঠার দিনে জিততেই হবে এমন সমীকরণের ম্যাচে রানের পাহাড় গড়েছে আবাহনী। ৫০ ওভার খেলে ৭ উইকেটে ৩৭৭ রান করেছে তারা। সৌম্য-জহুরুলের পর রান পেয়েছেন মোহাম্মদ মিঠুন। ৩৪ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬৪ রান করেছেন তিনি। 

এই ম্যাচে আবাহনী হেরে গেলে চ্যাম্পিয়ন হয়ে যাবে রূপগঞ্জ। আর আবাহনী জিততে পারলে শেষ রাউন্ডে হবে লিগ শিরোপার ফয়সালা। 

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

20m ago