ছয় কোচের দৃষ্টিতে ফেবারিট তকমা পাচ্ছে কোন দল?

ছবি: ফিরোজ আহমেদ

‘মেয়েদের অতীতের ম্যাচের ফলগুলো যদি দেখেন… বাংলাদেশ অবশ্যই ফেভারিট।’ আগের দিন সংবাদ সম্মেলনে নিজেদের ফেবারিট দাবী করে এমনটাই বলেছিলেন বাংলাদেশ কোচ গোলাম রাব্বানি ছোটন। রোববারও বললেন প্রায় একই কথা। তবে এদিন প্রতিপক্ষ দলগুলোও এগিয়ে রাখলেন বাংলাদেশকে।

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপের পর্দা উঠছে আগামীকাল। মাঠের লড়াই শুরুর আগে এদিন রাজধানীর অভিজাত হোটেলে হয়ে গেল খেলোয়াড়দের পরিচিতি ও ট্রফি উন্মোচন। সেখানেই প্রতিটি দল জানালেন নিজেদের শক্তিমত্তার কথা। জানালেন বাংলাদেশকে নিয়েও তাদের দৃষ্টিভঙ্গি।

দুই গ্রুপে ভাগ হওয়া এ টুর্নামেন্টের এ-গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গী আরব আমিরাত ও কিরগিজস্তান। এ গ্রুপের তিন দলের কোচের কাছে ফেভারিট বাংলাদেশ।

পাঁচ বিদেশি দলের তিন কোচ সরাসরি বাংলাদেশকেই এগিয়ে রেখেছেন। যারা প্রত্যেকেই খেলছেন এ গ্রুপে তাজিকিস্তানের কোচ লাপিতোভ কায়োনাত বলেছেন, ‘নিজেদের ঘরে বাংলাদেশ নিঃসন্দেহে এগিয়ে। আমাদের দলটাও খারাপ নয়। দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে এসেছি। আশা করছি আমরা জিতবো।’

লাওস কোচ ভনমিসে সৌবৌয়াখাম অবশ্য খেলতে পেরেই খুশী, ‘বাংলাদেশ ফেবারিট অবশ্যই। অনেক গুলো বিপক্ষে খেলতে পারব বলে আমরা অনেক খুশি।’  আর বাংলাদেশকে ফেবারিট মেনে মঙ্গোলিয়া কোচ কাওয়ামোতো নাওয়োকো জানালেন প্রস্তুতির কথা, ‘অ্যা আসরে খেলতে আমরা মুখিয়ে আছি। প্রস্তুতিও ভালো হয়েছে।’

তবে উল্টোটা ঘটেছে বি গ্রুপে। সংযুক্ত আরব আমিরাত আবার ফেবারিট মানছে নিজেদের। তবে বাংলাদেশকে বলেছে শক্তিশালী দল। বাংলাদেশের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের লড়াইটা প্রথমবার। আবার অন্য অর্থে নয়। কারণ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে বেশ কিছু ম্যাচ খেলেছে তারা। তাতে সব জয় লাল-সবুজ জার্সিধারীদের। এমনকি বেশ বড় জয়ই পেয়েছে বাংলাদেশ। আর সেই অনূর্ধ্ব-১৬ দলের খেলোয়াড়রা প্রায় সবাই খেলছেন এখন অনূর্ধ্ব-১৯ দলে।

তারপরও পূর্ব ইতিহাসকে পাত্তা দিচ্ছেন না আরব আমিরাত কোচ হুরাইরা আল তাহেরি, ‘আমরা এ আসরের জন্য গত দুই মাস ধরে অনুশীলন করছি। প্রতি সপ্তাহে কমপক্ষে তিন দিন। প্রস্তুতি ভালো। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা প্রস্তুত।  আশা করি আমরা ভালো কিছু হবে। বাংলাদেশ শক্তিশালী কিন্তু আমি মনে করি আমার দলই ফেভারিট।’

ভিন্ন সুর তুলেছেন কিরগিজস্তান কোচও। তার মতে, টুর্নামেন্ট শুরু হলেই জানা যাবে কে ফেভারিট। অথচ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে কিরগিজস্তানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। তারপরও কোচ নাতালিয়া জিয়াভোরোন্সকিয়া প্রত্যাশা, ‘এখানে তারা নিজেদের মাটিতে খেলবে। তাই কিছু সুবিধা তারা পাবে। তবে আমরা ভালো ম্যাচের আশা করছি। দেখা যাক, খেলা শুরু হলে বোঝা যাবে কে ফেভারিট।’

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago