শ্রীলঙ্কার যেসব স্থানে বোমা হামলা হয়েছে
বিশ্বব্যাপী ‘ইস্টার সানডে’ পালনের দিনে গতকাল (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় চার হোটেলে ভয়াবহ বোমা হামলার চালানো হয়। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯০–তে পৌঁছেছে। এছাড়াও হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে কলম্বো থেকে ২০ মাইল উত্তরের শহর নেগোম্বোতে সেন্ট সেবাস্তিয়ান চার্চে প্রথম হামলাটি চালানো হয়। এরপর একে একে আরও দুটি গির্জা ও চারটি হোটেলে পালাক্রমে বোমা হামলা চালানো হয়।
দেশটির যেসব স্থানে বোমা হামলা হয়েছে চিত্রে তার ম্যাপ তুলে ধরা হলো।
Comments