শ্রীলঙ্কায় আরও হামলার ষড়যন্ত্র করছে সন্ত্রাসীরা: যুক্তরাষ্ট্র

‘ইস্টার সানডে’র দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় চার হোটেলে ভয়াবহ বোমা হামলার চালিয়ে ২৯০ জনকে হত্যা এবং আরও প্রায় ৫০০ মানুষকে আহত করার পরও ফের দেশটিতে আরও হামলার ষড়যন্ত্র করছে সন্ত্রাসী গোষ্ঠীরা, এমন সতর্কবাণী দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
US State Department
ছবি: সংগৃহীত

‘ইস্টার সানডে’র দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় চার হোটেলে ভয়াবহ বোমা হামলার চালিয়ে ২৯০ জনকে হত্যা এবং আরও প্রায় ৫০০ মানুষকে আহত করার পরও ফের দেশটিতে আরও হামলার ষড়যন্ত্র করছে সন্ত্রাসী গোষ্ঠীরা, এমন সতর্কবাণী দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, গতকাল (২১ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারিকৃত ভ্রমণবিষয়ক সংশোধিত এক সতর্কবার্তায় বলা হয়, “সন্ত্রাসীরা সামান্য সতর্কতা বা কোনো ধরনের সতর্কতা ছাড়াই হামলা চালাতে পারে।”

সতর্কবার্তায় আরও বলা হয়, “হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে পর্যটন স্থান, পরিবহনের কেন্দ্রস্থল, বিপণিবিতান, হোটেল, উপাসনালয়, বিমানবন্দর ও অন্যান্য জনবহুল স্থান।”

শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সিরিজ বোমা হামলায় নিহতদের মধ্যে ৩২ জন বিদেশি রয়েছেন। তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ভারত, চীন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং পর্তুগালের নাগরিক।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশটির তিনটি গির্জা ও চারটি বিলাসবহুল হোটেলে হামলা হওয়ার পর এখনো কেউ এর দায় স্বীকার না করায় তা রহস্যাবৃতই রয়ে আছে। তবে কারো কারো ধারণা- এই হামলার মধ্য দিয়ে শ্রীলঙ্কায় জাতিগত সংঘাত আবার চাঙ্গা হয়ে উঠতে পারে।

আড়ও পড়ুন:

শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ২৯০

‘কলম্বো বিমানবন্দরে পাওয়া বোমা নিষ্ক্রিয় করা হয়েছে’

‘অনেক বাচ্চা মাটিতে পড়ে ছিলো’

শ্রীলঙ্কায় ২৪ সন্দেহভাজন আটক

শ্রীলঙ্কার যেসব স্থানে বোমা হামলা হয়েছে

Comments

The Daily Star  | English

S Alam sons: They used fake pay orders even to legalise black money

Ashraful Alam and Asadul Alam Mahir, two sons of controversial businessman Mohammed Saiful Alam, deprived the state of Tk 75 crore in taxes by legalising Tk 500 crore in undisclosed income, documents obtained by The Daily Star have revealed.

1h ago