শ্রীলঙ্কার হামলায় নিহত শেখ সেলিমের নাতির মরদেহ আসবে কাল

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার কবলে পড়ে মারা গেছে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী। এছাড়া হামলায় সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়ে কলম্বোর এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
zayan
শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহত জায়ান চৌধুরী। ছবি সৌজন্য: এফবিসিসিআই

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার কবলে পড়ে মারা গেছে আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরী। এছাড়া হামলায় সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী আহত হয়ে কলম্বোর এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফ মাহমুদ আজ (২২ এপ্রিল) দ্য ডেইলি স্টারকে জানান, জায়ানের মৃত্যুর ঘটনায় শেখ সেলিমের বনানীর বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিয়ে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এদিকে, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামীকাল জায়ানের মরদেহ শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে। তবে, মশিউল হক চৌধুরী সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনই দেশে আনা হচ্ছে না।

মা–বাবা ও ভাইয়ের সঙ্গে শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল জায়ান। তারা সবাই সেখানকার একটি হোটেলে উঠেছিলেন। গতকাল সেখানে বোমা হামলার ঘটনায় জায়ান নিহত এবং তার বাবা আহত হন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ‘ইস্টার সানডে’ পালনের দিনে গতকাল সকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো এবং শহরতলির তিনটি গির্জা ও দেশের বড় চার হোটেলে ভয়াবহ বোমা হামলার চালানো হয়। এখন পর্যন্ত এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৯০–তে পৌঁছেছে। এছাড়াও হামলায় ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

Comments