তবে কি আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন তাসকিন?

Taskin Ahmed
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

মোস্তাফিজুর রহমানের পায়ে হালকা চোট আছে। আপাতত বোলিং অনুশীলন করছেন না তিনি, কদিন আগেই একটা চোট থেকে ফিরেছেন রুবেল হোসেন, আপাতত খেলার বাইরে আছেন তিনিও। মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা প্রিমিয়ার লিগে খেললেও বয়ে বেড়াচ্ছেন টেনিস এলবোর চোট। এই অবস্থায় আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে একজন ব্যাকআপ পেসার চাইছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। আর সেই নামটি তাসকিন আহমেদ হওয়ার দিকেই ইঙ্গিত তার।

সোমবার বিশ্বকাপ দলের অনুশীলনের প্রথম দিন পেসারদের চোট সমস্যা নিয়ে খানিকটা চিন্তিত দেখা গেল ওয়ালশকে, ‘মোস্তাফিজ চোটে আছে। সে বল করতে পারছে না। রুবেল চোট থেকে মাত্র ফিরল। সাইফুদ্দিনের টেনিস এলবোতে সমস্যা আছে। এইগুলা হচ্ছে এই মুহূর্তে মূল সমস্যা।

দলের মূল পেসারদের বিশ্বকাপের সময় তরতাজা রাখতে আয়ারল্যান্ড সিরিজে বিকল্প কারো প্রয়োজনীয়তা দেখছেন ওয়ালশ। এই নিয়ে আলাপ করেছেন প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গেও, ‘চেষ্টা করছি আয়ারল্যান্ডে ব্যাকআপ কাউকে নিয়ে যেতে যাতে যাদের হালকা চোট আছে তাদের ব্যবহার না করতে হয়। আমি হেড কোচকেও এটা বলেছি যে যদি সম্ভব হয় আয়ারল্যান্ডে ব্যাকআপ পেসার নিতে। এটা করলে বাকিদের রিকোভারিটা সহজ হয়। চোটের অবস্থা বুঝতে আরও কদিন সময় হাতে আছে। অবস্থা বুঝব তারপর ডাকতে পারি।’

‘অনেকের চোটের সমস্যা আছে এই মুহূর্তে।  অদল বদল  করে খেলানোর কথা ভাবছি। আরও তিন চারদিন দেখব। দেখব তাদের উন্নতি। যাদের চোট আছে তাদের আয়ারল্যান্ডে খেলিয়ে কাজের চাপ বাড়াতে চাই না। এরচেয়ে ভালো হচ্ছে রোটেট করে খেলিয়ে বিশ্বকাপের আগে সবাইকে সতেজ রাখা।’

সেই বিকল্প যে তাসকিনই হতে পারেন এদিন সে ইঙ্গিতও দিয়ে রাখেন ওয়ালশ। বিশ্বকাপ স্কোয়াডে তাসকিনের জায়গা না পাওয়া প্রসঙ্গে বলেন, ‘সে এই মুহূর্তে চোটে নেই। সমস্যা ম্যাচ ফিটনেসের। আসলে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ।  খেলতে খেলতেই সে এটা ফিরে পাবে। যত ম্যাচ সে খেলবে, ততই ওর ভালো। আয়ারল্যান্ডে ওকে খেলতে দেখতে পেলে তো ভালো হতো।’

১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। সেখানে ৭ মে উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে নামবে মাশরাফি মর্তুজার দল। 

Comments

The Daily Star  | English

Israel says conducted 'extensive strikes' in Iran's west

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

2h ago