লিস্ট-এ ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশের প্রথম সৌম্য

লিস্ট-এ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার নিজের আগের রেকর্ড গুঁড়িয়ে নতুন চূড়ায় যাওয়ার দিনে সৌম্য সরকার গড়লেন আরেক কীর্তি। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস খেলার পথে পেছনে ফেলেছেন রকিবুল হাসানকে।
Soumya Sarkar
ছবি: ফিরোজ আহমেদ

লিস্ট-এ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার নিজের আগের রেকর্ড গুঁড়িয়ে নতুন চূড়ায় যাওয়ার দিনে সৌম্য সরকার গড়লেন আরেক কীর্তি। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ ইনিংস খেলার পথে পেছনে ফেলেছেন রকিবুল হাসানকে।

১৪৯ বলে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান তিনি। আবাহনীকে চ্যাম্পিয়ন বানিয়ে পরে অপরাজিত ছিলেন ১৫৩ বলে ২০৮ রান করে। ১৪ চার আর ১৬ ছক্কা। লিস্ট-এ ক্রিকেটে যা কোন বাংলাদেশির এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

শেখ জামাল ধানমন্ডির দেওয়া ৩১৮ রানের লক্ষ্য ১৮ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে।  

২০১৭ সালে প্রিমিয়ার লিগেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে ১৩৮ বলে ১৯০ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল হাসান। সৌম্যর তাণ্ডবে লিস্ট-এ ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের সর্বোচ্চ ইনিংসের তালিকায় এখন দুইয়ে নেমে গেলেন।

বিকেএসপিতে আগের ম্যাচেই ৭৯ বলে ১০৬ রানের ইনিংস খেলে বাজে ফর্ম থেকে ঘুরে দাঁড়িয়েছিলেন সৌম্য। ঠিক পরের ম্যাচে যা করলেন তাতে রেকর্ড বই হয়েছে তোলপাড়। জহুরুল ইসলামের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৩১২ রান আসে সৌম্যের। যেকোন উইকেট জুটিতে লিস্ট-এ ক্রিকেটে এটি রেকর্ড। তিনশো রানের জুটির প্রথম নজিরই এটি।

 

Comments

The Daily Star  | English

Further uncertainty over Rooppur plant launch

The construction work for the transmission line through the Padma and Jamuna rivers for the Rooppur nuclear power plant has come to a grinding halt with the ouster of the Awami League government as the Indian contractor has left the site.

9h ago