পানি পরীক্ষার দাবিতে ওয়াসা সামনে মানববন্ধন

POBA
২৫ এপ্রিল ২০১৯, নগরবাসীর জন্যে সরবরাহকৃত পানি পরীক্ষার দাবিতে ওয়াসা ভবনের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) মানববন্ধন। ছবি: ফয়সাল আহাম্মেদ

ওয়াসা নাগরিকদের “শতভাগ সুপেয় পানি” দিচ্ছে- সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের এমন দাবিতে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে ওয়াসার পানি পরীক্ষার দাবি জানিয়েছেন নগরবাসী।

আজ (২৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

সংগঠনটির চেয়ারম্যান আবু নাসের খান বলেন, “ওয়াসার পানি ‘শতভাগ সুপেয়’- এমন দাবি করার আগে সংস্থাটিকে অবশ্যই এর পানি পরীক্ষা করে সেই প্রতিবেদন জনগণকে জানাতে হবে।”

“আমরা যখন জানতে পারি যে মন্ত্রীরাও বাসায় ওয়াসার পানি ফুটিয়ে খান তখন তা ওয়াসার জন্যে লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তাই ওয়াসার পানির ‘শতভাগ’ বিশুদ্ধতার দাবির মাধ্যমে আসলে নগরবাসীকে অপমানিত করা হয়েছে।”

পরিবেশবাদী সংগঠনটি একই সঙ্গে ওয়াসার পানির নিরপেক্ষ পরীক্ষারও দাবি জানায়।

মানববন্ধনে অংশ নেওয়া বাংলাদেশ মোবাইল ফোন কনজুমারস অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, “ওয়াসা আমাদের খারাপ পানি দিচ্ছে। আবার দাবি করছে শতভাগ বিশুদ্ধতার। এটি ভোক্তা অধিকার আইনবিরোধী।”

Comments

The Daily Star  | English

5 more advisers to be sworn in today

The oath-taking will take place at the Darbar Hall of the Bangabhaban at 7:00pm

52m ago