বিশ্বকাপে তামিমের সঙ্গী নিয়ে মধুর সমস্যায় রোডস
এশিয়া কাপের ফাইনালে সেঞ্চুরি করার পর থেকেই ওপেনিংয়ে জায়গা পোক্ত হয়েছে লিটন দাসের। তামিম ইকবাল বাঁহাতি হওয়ায় ডানহাতি লিটনকে নিয়ে ডান-বাম সমন্বয় খেলাতে স্বচ্ছন্দ ছিল বাংলাদেশ। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে ডাবল সেঞ্চুরি করে ওপেন করতে দাবিটা জানিয়ে রাখলেন সৌম্য সরকারও। এই দুজনের কে হবেন বিশ্বকাপে তামিমের সঙ্গী, তা নিয়ে মধুর সমস্যায় কোচ স্টিভ রোডস।
ওপেনিংয়ে তামিম-লিটন, তিনে খেলছিলেন সৌম্য। কিন্তু সাকিব আল হাসান তিনে খেলাতে চায় দল, সাকিবের নিজের চাওয়াও তাই। সেক্ষেত্রে লিটন-সৌম্যের যেকোনো একজনকে একাদশের বাইরে থাকতে হবে।
বিশ্বকাপে তামিমের সঙ্গে বাংলাদেশের ইনিংস উদ্বোধন করবেন কে, লিটন নাকি সৌম্য? রোডস ব্যক্তিগতভাবে ডান-বাম সমন্বয় পছন্দ করলেও সৌম্যের দুর্দান্ত ছন্দে ভিন্ন ভাবনার কথাও জানালেন, ‘ডান-বাম সমন্বয় রাখতে আমরা তামিম-লিটনকে খেলাচ্ছিলাম। আমি ব্যক্তিগতভাবে এই সমন্বয় পছন্দ করি। কিন্তু সৌম্য গত দুই ম্যাচে যা করেছে তা ভীষণ ভালো লেগেছে। মজার ব্যাপার হলো সেদিন সেঞ্চুরি করার পর (রূপগঞ্জের বিপক্ষে ১০৬) আমি বলেছিলাম সুযোগ পেলে ডাবল সেঞ্চুরি করো। ওই ম্যাচেও তার হাতে অনেক সময় ছিল (ডাবল সেঞ্চুরির)। কাকতালীয়ভাবে পরের ম্যাচেই সে ডাবল সেঞ্চুরি করে ফেলল।’
বিশ্বকাপে এই দুজনের যেকোনো একজনকে বেছে নিতে আয়ারল্যান্ড সিরিজের পারফরম্যান্স দেখারও সুযোগ পাচ্ছেন রোডস। আপাতত সিদ্ধান্ত ফলাও না করে দুজনের কাঁধেই ভরসার হাত তার, ‘বিশ্বকাপের ওপেনিং কম্বিনেশন কি হবে আমি তা বলতে চাই না। শুধু বলব সৌম্য আর লিটনের উপর আমার আস্থা আছে।’
Comments