কক্সবাজারে গোলাগুলিতে ২ জলদস্যু নিহত
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লেমশীখালি ইউনিয়নের দরবারঘাট সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় দুই সন্ত্রাসী-জলদস্যু গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় দুজন জলদস্যুর মৃতদেহ উদ্ধার করেছে।
আজ (২৬ এপ্রিল) ভোররাত তিনটায় এ ঘটনা ঘটে।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদৌস দ্য ডেইলি স্টারকে বলেন, “দরবারঘাট বেড়িবাঁধ এলাকায় ব্যাপক গোলাগুলি হচ্ছে গ্রামবাসীর কাছ থেকে এমন সংবাদ পেয়ে একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে।”
“এক পর্যায়ে সন্ত্রাসী-জলদস্যুরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে দুজনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে” বলে জানান তিনি।
মৃতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এ ঘটনায় পুলিশের কনস্টেবল সাইদুল ইসলাম (২৫) এবং তাপস বড়ুয়া (২৩) সামান্য আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে নিহত দুজন সংঘবদ্ধ জলদস্যু দলের সদস্য। তাদের পরিচয় জানা যায়নি। তাদের নাম-পরিচয় জানার জন্য এবং গোলাগুলির প্রকৃত কারণ বের করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
এ ঘটনায় কুতুবদিয়া থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
Comments