দল উন্নতি করেছে দাবী বাংলাদেশ কোচের
দলের সেরা খেলোয়াড় বোরনবেকনোভা আইঝান ছিলেন নিষেধাজ্ঞায়। তাকে ছাড়াই কিরগিজস্তান দারুণ লড়াই করে হারে বাংলাদেশের সঙ্গে। অন্যদিকে আগের ম্যাচে আমিরাতের বিপক্ষে অন্তত নিজেদের বার পোস্ট অক্ষত রাখতে পেরেছিল বাংলাদেশ। এদিন গোল হজম করতে হয় তাদের। তাই জয়ের ব্যবধানও কমে। কিন্তু তারপরও নিজেদের উন্নতি হয়েছে বলেই দাবী করলেন দলের কোচ গোলাম রব্বানি ছোটন।
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপে এদিন ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের দুটি গোলই এসেছে প্রতিপক্ষ গোলরক্ষক তোলোনোভা আইচুরেকের ভুলে। ম্যাচের ৩০ সেকেন্ডে কৃষ্ণার সহজ ক্রস ধরতে পারেননি। আলগা বল জালে ঢুকিয়েছেন সানজিদা। পরে ৫৯ মিনিটে সানজিদার ক্রস ধরতে গিয়ে আবারো হাত ফসকে যায় তোলোনোভার। এবারও আলগা বলে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা।
এদিন ম্যাচে এদিন ২৯টি শট নেয় তারা। যার ১৭টি ছিল লক্ষ্যে। অথচ গোল মাত্র ২টি। উন্নতি বলতে গেলে আগের ম্যাচে আমিরাতের বিপক্ষে ৩৩টি শটের ২২টি লক্ষ্যে রেখে ২টি গোল পেয়েছিল তারা। গোল করার ব্যর্থতার হার হয়তো কমেছে। কিন্তু এদিনও গোলরক্ষককে একা পেয়ে এমনকি ফাঁকা বার পোস্টেও মিস করেছেন কৃষ্ণা-মার্জিয়ারা। কিন্তু পরিকল্পিত আক্রমণেও ব্যর্থ। যদিও ফিনিশিংয়ে দুর্বলতা থেকেছেই।
তবে ছোটন বলছেন উন্নতির দিকেই আছে তার দল, ‘আমাদের মেয়েরা চেষ্টা করেছে। গত দিন বেশ সহজ কিছু মিস করেছিল। আজকে তা হয়নি। সানজিদার ক্রস থেকে কৃষ্ণার গোলটা অনেক ভালো মানের গোল। ফিনিশিং ভালো ছিল। প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছে।’
উন্নতি কোথায় হয়েছে জানতে চাইলে কোচ বললেন, ‘আমিরাত আমাদের সঙ্গে খেলার চেষ্টা করেছিল। খেলেছে, উঠার চেষ্টা করেছে। কিন্তু আজকে তারা প্রায় সবাই বক্সের সামনে ছিল। তারপরও মেয়েরা অনেক সুযোগ তৈরি করেছে। অন্য দিন বাইরে থেকে করে। ভিতর থেকেও সুযোগ তৈরি হয়েছে। উন্নতি হয়েছে। আজকের সানজিদার দারুণ ক্রস থেকে কৃষ্ণা গোল করেছে। তার মানে কাজ হয়েছে। কাজ হতেই থাকবে। আস্তে আস্তে আরও উন্নতি হবে।’
Comments