গুলিস্তানে বিস্ফোরিত ককটেলটি ভিন্নরকম ছিল: ডিএমপি কমিশনার
রাজধানীর গুলিস্তানে গতকাল বিস্ফোরিত হওয়া ককটেলটি সাধারণ ককটেল থেকে ভিন্নরকম ছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ (২০ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়ার বরাতে আমাদের সংবাদদাতা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ডিএমপি কমিশনার। তিনি সেখানে আধাঘণ্টা অবস্থান করে হাসপাতালের ভর্তি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন।
এরপর আছাদুজ্জামান মিয়া সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, “বিস্ফোরণ হওয়া ককটেলটি সাধারণ ককটেল থেকে ভিন্নরকম ছিল। কাউন্টার টেররিজম বিস্ফোরণের ধরন, আহত হওয়ার ধরনসহ প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ করছে।”
তিনি আরও বলেন, “এ ঘটনায় আইএসের দায় স্বীকারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এতে জড়িতদের সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
চিকিৎসা শেষে আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় গুলিস্তান পাতাল সড়কের সামনের বিভাজকের ওপর ককটেল বিস্ফোরণে ট্রাফিক পুলিশের সদস্য নজরুল ইসলাম (৪৫), মো. লিটন (৪২) ও কমিউনিটি পুলিশের সদস্য মো. আশিক (২৮) আহত হন। এরপর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।
Comments