উড়িষ্যায় নিহত ২

৩ মে ২০১৯, প্রচণ্ড বাতাসে উড়িষ্যার ভুবনেশ্বর শহরের একটি ভবনের জানালা উড়ে যায়। ছবি: রয়টার্স
৩ মে ২০১৯, প্রচণ্ড বাতাসে উড়িষ্যার ভুবনেশ্বর শহরের একটি ভবনের জানালা উড়ে যায়। ছবি: রয়টার্স

প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘ফণী’-র কারণে ভারতের উড়িষ্যা রাজ্যে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ (৩ মে) উড়িষ্যা রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার বিষ্ণুপদ শেঠি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, “আমি এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারি। তাদের মধ্যে একজন বৃদ্ধ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।”

“অন্যজন আমাদের সতর্কতা না মেনে ঝড়ের সময় বাইরে বের হওয়ায় তার ওপর গাছ পড়লে তিনি মারা যান,” যোগ করেন সেই কর্মকর্তা।

তিনি টেলিফোনে রাজ্যের রাজধানী শহর ভুবনেশ্বর থেকে বার্তা সংস্থাটিকে বলেন, “ঠিক এখন বাইরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার।”

রাজ্যের পুরী শহরের একজন বাসিন্দা জানান, “দিনের বেলাতেই চারপাশ অন্ধকার হয়ে রয়েছে। পাঁচ মিটার দূরের কিছু দেখতে কষ্ট হচ্ছে।”

রাস্তার পাশের খাবারের ছোট দোকানগুলো বাতাসের তোড়ে উড়ে গিয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

মধ্যরাতে মূল আঘাত

উপকূল ধরেই পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে ‘ফণী’

পটুয়াখালীর ১০ গ্রাম প্লাবিত

পশ্চিমবঙ্গে সতর্কতা জারি, রাতে কলকাতা বিমানবন্দর বন্ধ

উড়িষ্যায় তাণ্ডব চালাচ্ছে ‘ফণী’

উড়িষ্যায় আঘাত হেনেছে ‘ফণী’, বাতাসের গতি ঘণ্টায় ১৭৫ কিমি

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago