বাঘের হামলায় সুন্দরবনে এক জেলে আহত

tiger
রয়েল বেঙ্গল টাইগার। ছবি: ফাইল ফটো

সুন্দরবনের বাঘের সঙ্গে দশ মিনিট লড়াই করে মারাত্মক আহত অবস্থায় ফিরে এসেছেন আশরাফুল ইসলাম ওরফে খোকন নামের এক জেলে।

আজ (৩ মে) সকাল আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের আঠারোবেকি এলাকায় এ ঘটনা ঘটে। আহতের বাড়ি সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পারমেখালী এলাকায়।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম জানান, তার ভাগ্নে আশরাফুল ইসলাম ৩০ এপ্রিল সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে অনুমতি নিয়ে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের নদীতে।

আজ সকাল আটটার দিকে তারা সুন্দরবনের চুনা নদীর আঠারবেকি এলাকায় কাঁকড়া ধরার সময় একটি বাঘ তার উপর হামলা চালায়। এ সময় আশরাফুল এবং তার সঙ্গী বাবু নৌকার বৈঠা ও দা নিয়ে বাঘের সঙ্গে লড়াই শুরু করে।

প্রায় ১০ মিনিট লড়াইয়ের পর বাঘ পালিয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, বাঘের আক্রমণে আশরাফুলের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। তাকে স্থানীয় গ্রাম্য ডাক্তার সোলায়মান হোসেন চিকিৎসা দেওয়া হয়।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments