সিলেট বিভাগে পাহাড়ি ঢলের সতর্কতা
অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সিলেট বিভাগের জেলাগুলোতে পাহাড়ি ঢল বা হড়কা বান হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে আজ সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আর এ কারণেই সিলেট অঞ্চলে এমন বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ফণীর কারণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে হড়কা বান (ফ্লাশ ফ্লাড) হতে পারে।
সতর্কতা কেন্দ্রের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা, কাংসা, জাদুকাটা ও তিস্তা নদীতে পানি দ্রুত বাড়তে যেতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল এই সতর্কতা জারি করা হলেও বিশেষ করে হাওড় অঞ্চলগুলো ঝুঁকিতে রয়েছে। ফণীর প্রভাব প্রশমিত হওয়ার সঙ্গে সঙ্গে এই ঝুঁকিও কমে আসবে।
Comments