ইমিটেশন দুলের সঙ্গে কান গেল ছিনতাইকারীর হাতে

অসুস্থ মেয়েকে নিয়ে রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে গুলিস্তানে ছিনতাইকারীর হাতে আহত হয়েছেন এক নারী। ছিনতাইকারী তার কান থেকে দুল ছিনিয়ে নিলে সেখানে জখম হয় তার। তবে ওই দুল সোনার নয় বরং ফুটপাতের দোকান থেকে কেনা সস্তা দামের ইমিটেশন মাত্র।

অসুস্থ মেয়েকে নিয়ে রিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে গুলিস্তানে ছিনতাইকারীর হাতে আহত হয়েছেন এক নারী। ছিনতাইকারী তার কান থেকে দুল ছিনিয়ে নিলে সেখানে জখম হয় তার। তবে ওই দুল সোনার নয় বরং ফুটপাতের দোকান থেকে কেনা সস্তা দামের ইমিটেশন মাত্র।

আজ শনিবার সকাল ১১টার দিকে গুলিস্তানের গোলাপশাহ মাজারের সামনে এই ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, ঢাকা মেডিকেলের বহির্বিভাগে মেয়েকে ডাক্তার দেখানোর উদ্দেশে কাজলার যাত্রাবাড়ী এলাকা থেকে আসছিলেন গৃহিণী লায়লা বেগম (৩০)। তার কানে যে দুল ছিল সেটি দেখতে সোনার মতো হলেও আসলে সোনার তৈরি ছিল না। গুলিস্তানে আসার পর ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, মেয়ের চিকিৎসার উদ্দেশ্য থাকলেও পথে আহত হন মা। তার কান থেকে অনবরত রক্ত ঝরছিল। হাসপাতালের জরুরি বিভাগে আসলে তাকে নাক কান ও গলা বিভাগে পাঠানো হয়। সেখানে ডাক্তাররা তার কেটে যাওয়া কান সেলাই করে দেন। তবে শেষ পর্যন্ত মেয়েকেও এখানে আর ডাক্তার দেখাতে পারেননি তিনি।

Comments