১ লাখ ৫৫ হাজার একর জমির ফসলহানি ঘটিয়েছে ফণী
ঘূর্ণিঝড় ফণীর কারণে প্রাথমিকভাবে যে সম্পদহানির কথা বলা হয়েছিল একদিন বাদে সরকারি হিসেবেই বলা হচ্ছে এর ক্ষয়ক্ষতির পরিমাণ তার চেয়ে অনেক বেশি।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কেন্দ্র আজ রোববার বলেছে, ফণীর কারণে মোট এক লাখ ৫৫ হাজার একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে গতকাল ৫৩ হাজার একর জমির ফসলহানির তথ্য দেওয়া হয়েছিল এখান থেকে।
বিস্তারিত তথ্য সংগ্রহের পর সমন্বয় কেন্দ্র থেকে বলা হয়েছে, ফণীর কারণে ২১ হাজারেরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৩৬৩টি বাড়ি পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়েছে। আর ১ হাজার ৮৩০ একর জমির ফসল পুরোপুরিভাবে নষ্ট হয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমাঞ্চলের ২৬টি জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ বিকেলে ফণীর কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির এই চিত্র তুলে ধরা হয়।
সরকারিভাবে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টির কারণে মোট পাঁচ জন নিহত হয়েছেন। ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও বরগুনায় এর বাইরেও আহত হয়েছেন আরও প্রায় ৮৩০ জন।
ফণীর কারণে সৃষ্ট জলোচ্ছ্বাস ও বন্যায় ৫৯টি গ্রাম প্লাবিত হয়েছে। আর বিভিন্ন নদীর ধারের ২২ কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ের পুরো সময়টা জুড়ে মোট ১৬ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল।
Comments