রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই: জিএম কাদের
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে কর্তৃত্ব বা জমিদারি করতে আসিনি। আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই।
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সেবার মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছি। রাজনীতিতে কর্তৃত্ব বা জমিদারি করতে আসিনি। আমরা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চাই।
আজ (৬ মে) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী অফিসে জাতীয় যুব সংহতি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, “পাওয়ার আকাঙ্ক্ষা নয়, ত্যাগ স্বীকারের মানসিকতা যাদের থাকবে তারাই রাজনীতিতে এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “দলের সবাইকে নিয়ে রাজনীতি করবো। সবার মতামতের ভিত্তিতে দলীয় সিদ্ধান্ত হবে। আমরা জাতীয় পার্টিকে আরও শক্তিশালী দলে পরিণত করতে কাজ করবো। আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে চাই।”
পার্টির নেতা-কর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, “অনেকেই রাজনীতিকে ব্যবসার মত মনে করে, আমরা রাজনীতিকে সেবার মানসিকতায় দেখছি। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। সবাইকে নিয়েই আমরা শক্তিশালী জাতীয় পার্টি গড়তে চাই।”
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় পার্টিতে কোন বিদ্রোহী নেই।”
Comments