উড়োজাহাজ সঙ্কট, বিমানের ৭ ফ্লাইট বাতিল

উড়োজাহাজ স্বল্পতার কারণে অভ্যন্তরীণ রুটে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
biman bangladesh
ছবি: সংগৃহীত

উড়োজাহাজ স্বল্পতার কারণে অভ্যন্তরীণ রুটে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, আজ (১০ মে) থেকে আগামী ১৩ মে পর্যন্ত সিলেট, রাজশাহী, যশোর এবং সৈয়দপুর রুটে সংস্থাটির সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

গত ৮ মে মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানের একটি উড়োজাহাজ। মাঝখান দিয়ে ভেঙ্গে যাওয়ায় উড়োজাহাজটি ব্যবহারযোগ্য নয়।

এদিকে বিমান সূত্র জানায়, মিয়ানমারে বিমান দুর্ঘটনায় আহত পাইলট ও কেবিন ক্রু, গ্রাউন্ড ইঞ্জিনিয়ারদের দেশে ফিরিয়ে আনতে আজ বিকাল ৪টায় একটি বিশেষ ফ্লাইট ঢাকা থেকে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করেছে।

একই সঙ্গে আহত যাত্রীদের মধ্যে যারা দেশে ফিরতে ইচ্ছুক তাদেরকেও দেশে ফিরিয়ে আনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চিকিৎসকদের পরামর্শ ও মিয়ানমারের আনুষ্ঠানিকতা শেষে বিশেষ ফ্লাইটটি রাতে ঢাকায় ফিরবে।

আরও পড়ুন:

সবাই শঙ্কামুক্ত, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইয়াঙ্গুনে দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ

Comments