মিয়ানমার থেকে দেশে ফিরেছেন আহত ১০ বাংলাদেশি

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের আহত ১০ আরোহী দেশে ফিরেছেন।
biman plane
৮ মে ২০১৯, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটি। ছবি: সংগৃহীত

মিয়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের আহত ১০ আরোহী দেশে ফিরেছেন।

বিমান বাংলাদেশ এয়ালাইনসের একটি বিশেষ ফ্লাইট আহত চার যাত্রী এবং দুজন পাইলট, দুজন কেবিন ক্রু এবং দুজন গ্রাউন্ড ইঞ্জিনিয়ারকে নিয়ে গতকাল দিবাগত রাত ১০টা ৩১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আহত যাত্রীদের মধ্যে তিনজনকে রাজধানীর অ্যাপোলো হাসপাতাল এবং একজন পাইলটকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আহত যাত্রীদের গ্রহণ করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

Comments