মানিকগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সেলিম ইয়াবাসহ গ্রেপ্তারর পর তাকে দলের সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
Manikgong BCL Leader
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম। ছবি: ইউএনবি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সেলিম ইয়াবাসহ গ্রেপ্তারর পর তাকে দলের সকল ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল (১৪ মে) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন খান মুহিত ও সাধারণ সম্পাদক গোলাম মওলার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ছাত্রলীগের জরুরি সভায় সেলিমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৩ মে সকালে মানিকগঞ্জের সাটুরিয়ার তেবাড়িয়া এলাকা থেকে ইয়াবাসহ ওই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রনেতার আড়ালে সেলিম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। তিনি উপজেলার তেবাড়িয়ার এলাকার মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে।

সাটুরিয়া থানার পুলিশ কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরে সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম সেলিম মাদক বিক্রয় ও মাদক সেবন করে আসছিলেন। তার মাদক বিক্রয় ও সেবনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Comments