নিম্নমানের পণ্য উৎপাদনকারী আরও ২ প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
নিম্নমানের পণ্য উৎপাদনকারী সাতটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের পর আরও দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে একই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বিএসটিআই।
এর বাইরে আরও ২৫টি পণ্য উৎপাদনের লাইসেন্স স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার নিম্নমানের ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলর বিরুদ্ধে নেওয়া এসব সিদ্ধান্তের কথা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিএসটিআই।
অন্যদিকে গতকাল বুধবার এধরনের ১৮টি পণ্য উৎপাদনের লাইসেন্স স্থগিত করা হয়। ফলে নিম্নমানের ৫২ পণ্যের মধ্যে সাতটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল ও অপর ৪৫টি পণ্য উৎপাদনের লাইসেন্স স্থগিত হলো।
আর লাইসেন্স স্থগিত হওয়া ২৫ প্রতিষ্ঠান হলো: ঢাকার বাঘাবাড়ী স্পেশাল ঘি কোম্পানির ‘বাঘাবাড়ী স্পেশাল’ ব্রান্ডের ঘি, সিলেটের নিশিতা ফুডসের ‘নিশিতা’ ব্রান্ডের সুজি, সিলেটের মঞ্জিল ফুডস অ্যান্ড প্রোডাক্টসের মঞ্জিল ব্রান্ডের হলুদের গুড়া, কুষ্টিয়ার শান ফুডের ‘শান’ ব্রান্ডের হলুদের গুড়া, রাজশাহীর কাশেম ট্রেডার্সের ‘ডলফিন’ ব্রান্ডের হলুদের গুড়া, রাজশাহীর কাশেম ট্রেডার্সের ‘ডলফিন’ ব্রান্ডের মরিচের গুড়া, রাজশাহীর আমিরুল ট্রেডার্সের ‘সূর্য’ ব্রান্ডের মরিচের গুড়া, খুলনার গ্রীন ল্যান্ডস মিল্ক প্রোডাক্টসের গ্রীন ল্যান্ডস ব্রান্ডের মধু, খুলনার মধুমতি সল্ট ইন্ডাস্ট্রিজের মধুমতি ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির নূর সল্ট ইন্ডাষ্ট্রিজের ‘নূর স্পেশাল’ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির নিউ ঝালকাঠি সল্ট মিলসের ‘দাদা সুপার’ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের ‘তিন তীর ব্রান্ডের’ আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির লাকী সল্ট ইন্ডাস্ট্রিজের মদিনা ও স্টারশীপ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির তাজ সল্ট ইন্ডাস্ট্রিজের ‘তাজ‘ ব্রান্ডের আয়োডিনযুক্ত লবণ, ঝালকাঠির জেদ্দা ফুড ইন্ডাস্ট্রিজের ‘জেদ্দা’ ব্রান্ডের লাচ্ছা সেমাই, বরিশালের অমৃত ফুড প্রোডাক্টসের ‘অমৃত’ ব্রান্ডের লাচ্ছা সেমাই, সিলেটের মধুফুল অ্যান্ড প্রোডাক্টসের ‘মধুফুল’ ব্রান্ডের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের মিঠাই সুইটস অ্যান্ড বেকারীর মিঠাই ব্রান্ডের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের ওয়েল ফুড অ্যান্ড বেভারেজের ‘ওয়েল ফুড’ ব্রান্ডের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের মিষ্টি মেলা ফুড প্রোডাক্টসের ‘মিষ্টি মেলা‘ ব্রান্ডের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের মধুবন ব্রেড অ্যান্ড বিস্কুটের মধুবন ব্রান্ডের লাচ্ছা সেমাই, চট্টগ্রামের কে আর ফুড ইন্ডাস্ট্রিজের কিং ব্রান্ডের ময়দা, চট্টগ্রামের রূপসা ফুড প্রোডাক্টসের রূপসা ব্রান্ডের ফারমেন্টেড মিল্ক, চট্টগ্রামের ইমতিয়াজ ব্রেড অ্যান্ড ফুডের মেহেদী ব্রান্ডের বিস্কুট ও ব্রাহ্মণবাড়িয়ার তাঈয়েবা ফুড প্রোডাক্টসের মক্কা ব্রান্ডের চানাচুর।
এসব পণ্য ক্রয়ে জনসাধারণকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বিএসটিআই’র পক্ষ থেকে বলা হয়েছে, লাইসেন্স স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের মানোন্নয়ন করে পুনরায় অনুমোদন নিতে পারবে। তবে এই সময়ের মধ্যে এসব পণ্য বিক্রয়, সংরক্ষণ বা মজুদ করা যাবে না। সেই সঙ্গে এসব পণ্যের বাণিজ্যিক প্রচারণাও বন্ধ থাকবে।
Comments