বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং, উইন্ডিজের সতর্ক ব্যাটিং
বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং, উইন্ডিজের সতর্ক ব্যাটিং
আকাশ মেঘলা, পড়ছে টিপটপে বৃষ্টিও। এমন আবহাওয়ায় পেসারদের বল নিচু হচ্ছে, দ্রুত রান নেওয়া হচ্ছে কঠিন। মাশরাফি মর্তুজা আর মোহাম্মদ সাইফুদ্দিনও করছেন নিয়ন্ত্রিণ বোলিং। কিন্তু তারচেয়েও বেশি সতর্ক হয়ে ব্যাট চালাচ্ছেন শেই হোপ আর সুনিল আম্রিস। প্রথম ১০ ওভারে ক্যারিবিয়ান দুই ওপেনার তুলেছেন ৫০ রান।
সাকিবকে ছাড়া ফাইনালে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আয়ারল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজে কোন ম্যাচেই টস জেতা হচ্ছিল না বাংলাদেশের। প্রতিবারই প্রতিপক্ষ জিতে আগে নিচ্ছিল ব্যাটিং। অবশেষে টস ভাগ্য কথা বলেছে মাশরাফি মর্তুজার হয়ে। তবে টস জিতেও আগে ফিল্ডিং নিয়েছেন তিনি।
গুরুত্বপূর্ণ ম্যাচে সাইড স্ট্রেনের চোটে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার বদলে একাদশে এসেছেন মোহাম্মদ মিঠুন। আগের ম্যাচে ৭৬ রান করা লিটন দাসকে বসিয়ে একাদশে ফেরানো হয়েছে সৌম্য সরকারকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সাইড স্ট্রেনে চোট পান সাকিব। ৫১ বলে ৫০ করে ব্যথায় কাতরে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। পরে পর্যবেক্ষণের পর তার চোট গুরুতর নয় জানা গেল বিশ্বকাপের আগে এই অলরাউন্ডারকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছিল না দল। ফাইনালে খেলা না খেলা ছেড়ে দিয়েছিল সাকিবেরই উপর।
আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচ থেকে একাদশে এসেছে আরও কয়েকটি বদল। এক ম্যাচ বিশ্রামে থেকে ফিরেছেন মিঠুন। ওই ম্যাচে রান করেও বাদ পড়েছেন লিটন। একাদশে অনুমিত ভাবেই ফিরেছেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। বাইরে চলে গেছেন আবু জায়েদ রাহি ও রুবেল হোসেন।
বাংলাদেশ সাকিবকে যেমন পায়নি, ফাইনালে ক্যারিবিয়ানরাও পাচ্ছে না প্রথম ম্যাচে ঝড়ো সেঞ্চুরি করা জন ক্যাম্পবেলকে। তবে ওয়েস্ট ইন্ডিজের একাদশের সম্ভাব্য বাকিরা ঠিকই আছেন।
এই নিয়ে সব সংস্করণ মিলিয়ে সপ্তম ফাইনাল খেলছে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে এটি পঞ্চম ফাইনাল। আগের ছয় ফাইনালে কোনবারই জিততে পারেনি বাংলাদেশ। কাছাকাছি গিয়েও হেরেছে পাঁচবার।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল আম্রিস, শেই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালান, অ্যাশলে নার্স, কেমার রোচ, রেমন রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।
Comments