বিশ্বকাপে থাকছে আইসিসির মোটা অঙ্কের আর্থিক পুরস্কার
প্রতি বিশ্বকাপেই প্রাইজমানির কলেবর বড় হয়। এবারও ব্যতিক্রম না। আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে এবার বিশ্বকাপে থাকছে সর্বোচ্চ আর্থিক পুরস্কারের ব্যবস্থা। এবার বিশ্বকাপে ১০ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। যা বাংলাদেশি টাকার হিসেবে দাঁড়ায় ৮৫ কোটি টাকার মতো।
এবার চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি থাকছে বাংলাদেশি কারেন্সিতে প্রায় ৩৪ কোটি টাকা। রানার্সআপ দল পাবে ১৭ কোটি টাকার মতো। সেমিফাইনাল থেকে যে দুটি দল ফাইনালে যেতে পারবে না তারা প্রত্যেকে পাবে ৬ কোটি ৮০ লক্ষ টাকার মতো একটা বড় অংক।
অংশ নেওয়া দশ দল প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে খেলে সেরা চার দল উঠবে সেমিফাইনালে। প্রতি দলেরই তাই লিগ পর্বে ম্যাচ আছে নয়টি করে। এসব ম্যাচের একটিতে জিতলেই মিলবে প্রায় ৩৪ লাখ টাকা করে। অর্থাৎ যদি বাংলাদেশ পাঁচটি ম্যাচ জিততে পারে তাহলেও পেয়ে যাবে তিন কোটি টাকার কাছাকাছি অঙ্কের আর্থিক পুরস্কার।
একদম যদি কোন দল একটা ম্যাচও না জিতে তবু তারাও ফিরবে না খালি হাতে। অংশ নেওয়া বাবদই আইসিসি থেকে মিলবে ৮৪ লক্ষ টাকার মতো।
রীতি অনুযায়ী প্রাইজমানির এসব অর্থ বিশ্বকাপের পর আইসিসি সরাসরি সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডের একাউন্টে পাঠিয়ে দেয়।
Comments