মিরপুরে গাড়ি চাপায় যুবক নিহত
ঢাকার মিরপুরে প্রাইভেট কারের নিচে চাপা পড়ে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ আমিন (৩০)। আজ রোববার সকালে মিরপুর-১০ এলাকার ঝুটপট্টিতে গাড়িচাপায় আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
নিহতের পরিচয় নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন-চার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আমিনের বাড়ি পল্লবীর বাউনিয়া দাম এলাকায়। সকাল সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী প্রাইভেট কারের নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Comments