বিশ্বকাপ দলে বড় চমক নিয়ে আসছে ইংল্যান্ড

বিশ্বকাপ স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে ক্রিকেট ভক্তদের চমকে দিতে যাচ্ছে আয়োজক ইংল্যান্ড। দলটির কোচ ট্রেভর বেইলিস, অধিনায়ক ওয়েন মর্গ্যান এবং দুই নির্বাচক এড স্মিথ ও জেমস টেইলর দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত দলে তিনটি বদল আনার বিষয়ে একমত হয়েছেন।
jofra archer
জোফরা আর্চার। ছবি: রয়টার্স

বিশ্বকাপ স্কোয়াডে বড়সড় পরিবর্তন এনে ক্রিকেট ভক্তদের চমকে দিতে যাচ্ছে আয়োজক ইংল্যান্ড। দলটির কোচ ট্রেভর বেইলিস, অধিনায়ক ওয়েন মর্গ্যান এবং দুই নির্বাচক এড স্মিথ ও জেমস টেইলর দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত দলে তিনটি বদল আনার বিষয়ে একমত হয়েছেন।

আসন্ন বিশ্বকাপের জন্য আজ (২১ মে) বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে ১৫ সদস্যের দল চূড়ান্ত করবে ইংল্যান্ড। গেলো মাসে ঘোষিত প্রাথমিক দল থেকে বাদ পড়তে যাচ্ছেন জো ডেনলি ও ডেভিড উইলি। আর নিষিদ্ধ মাদক গ্রহণের দায়ে আগেই ছিটকে গেছেন অ্যালেক্স হেলস। তাদের পরিবর্তে দলে জায়গা পাবেন লিয়াম ডসন, জোফরা আর্চার ও জেমস ভিন্স।

আদিল রশিদ ও মইন আলির পর তৃতীয় স্পিনার হিসেবে ডসনকে বিবেচনা করছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। ঘরোয়া লিগের সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন এই ২৯ বছর বয়সী স্পিন অলরাউন্ডার। রয়্যাল লন্ডন কাপে নয় ম্যাচে ব্যাট হাতে ২৭১ রানের পাশাপাশি বল হাতে ১৮ উইকেট নেন তিনি।

গেলো অক্টোবরে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলা ডসন দলে ঢোকায় কপাল পুড়তে যাচ্ছে ডেনলির। পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তিনটি ওয়ানডে খেললেও খুব বেশি সুবিধা করতে পারেননি ডেনলি। এক ম্যাচে ব্যাটিংয়ে নেমে করেন ১৭ রান। দুই ম্যাচে বোলিং করলেও উইকেটের ঝুলি শূন্য।

ওপেনিং ব্যাটসম্যান ভিন্সের জায়গা পাওয়াটা নিশ্চিতই ছিলো। কারণ, মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় হেলসকে আগেই ছেঁটে ফেলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ভিন্স অবশ্য পারফর্ম করেই ডাক পাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে। নিজের সবশেষ দুটি ম্যাচে যথাক্রমে ৪৩ ও ৩৩ রানের ইনিংস খেলেন তিনি।

বার্বাডোজে জন্ম নেওয়া পেসার আর্চার প্রাথমিক বিশ্বকাপ স্কোয়াডে না থাকায় বেশ শোরগোল উঠেছিলো। অভিবাসন আইনে পরিবর্তন আনায় ইংল্যান্ডের জার্সিতে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন তিনি। এরই মধ্যে থ্রি লায়ন্স-এর হয়ে তিনটি ওয়ানডে খেলে ৩ উইকেট নিয়েছেন গতি তারকা আর্চার।

আর্চারের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে উইলিকে। এই পেস অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিন ম্যাচে ৪ উইকেট নিলেও রান দিয়েছিলেন অনেক।

ইংল্যান্ডের সম্ভাব্য পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জোফরা আর্চার, ক্রিস ওকস, মার্ক উড।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago