ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (২২ মে) প্রথম দিনে দেওয়া হচ্ছে ৩১ মে’র টিকিট।
এছাড়া, ২৩, ২৪, ২৫ ও ২৬ মে যথাক্রমে আগামী ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট দেওয়া হবে।
অপরদিকে, আগামী ৭, ৮, ৯, ১০ ও ১১ জুনের ফিরতি টিকিট যথাক্রমে মে’র ২৯, ৩০, ৩১ এবং ১ ও ২ জুনে দেওয়া হবে।
আজ সকাল ৯টা থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রত্যেক ব্যক্তি একসঙ্গে চারটি করে টিকিট সংগ্রহ পারবেন।
ঈদ উপলক্ষে ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বলেও জানানো হয়।
Comments