রাসেলকে ২৫ জুনের মধ্যে ৪৫ লাখ টাকা দেওয়ার নির্দেশ
গ্রিনলাইন পরিবহনের বাসের আঘাতে আহত রাসেল সরকারকে ৪৫ লাখ টাকা ২৫ জুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গ্রিনলাইন পরিবহনের আইনজীবী মোহাম্মদ ওজি উল্লাহকে সতর্ক করে দিয়ে উচ্চ আদালত বলেছেন যে আদালতের উদারতাকে তারা যেনো এর দুর্বলতা হিসেবে না দেখেন।
আদালত বলেন, “আমরা কঠোর হতে চাই না। কিন্তু, আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।”
ডিপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল-মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন যে গ্রিনলাইন পরিবহন এখন তাদের আইনজীবী বদলাতে পারে।
এদিকে আদালত কক্ষে উপস্থিত রাসেল বলেন যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও গ্রিনলাইন পরিবহন ৫০ লাখ টাকার মধ্যে পাঁচ লাখ টাকা দেওয়া হলেও বাকি ৪৫ লাখ টাকা তাকে দেয়নি।
গত বছর ২৮ এপ্রিল রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাস গাড়িচালক রাসেলকে (২৬) ধাক্কা দিলে তার বাম পা কাটা পড়ে।
Comments