প্রস্তুতিতে পাকিস্তানকে হারিয়ে বার্তা আফগানদের

নিছক প্রস্তুতি ম্যাচই ছিল। কিন্তু অন্য আট-দশটা প্রস্তুতি ম্যাচের থেকে আবহে ছিল ভিন্নতা। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ বলে কথা, তাও আবার সম্প্রচার হচ্ছে টিভিতে। বিশ্বকাপ বলেই বাকি দুনিয়ার নজরও আছে। এমনিতে প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে হইচই না হলেও এটা নিয়ে কিছুটা হতেই পারে। পাকিস্তানকে যে হারিয়েই দিয়েছে আফগানিস্তান। এতে বিশ্বকাপেও বড় কিছুর ইঙ্গিত দিয়ে রাখল তারা।
Afghanistan
ছবি: এএফপি

নিছক প্রস্তুতি ম্যাচই ছিল। কিন্তু অন্য আট-দশটা প্রস্তুতি ম্যাচের থেকে আবহে ছিল ভিন্নতা। বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ বলে কথা, তাও আবার সম্প্রচার হচ্ছে টিভিতে। বিশ্বকাপ বলেই বাকি দুনিয়ার নজরও আছে। এমনিতে প্রস্তুতি ম্যাচের ফল নিয়ে হইচই না হলেও এটা নিয়ে কিছুটা হতেই পারে। পাকিস্তানকে যে হারিয়েই দিয়েছে আফগানিস্তান। এতে বিশ্বকাপেও বড় কিছুর ইঙ্গিত দিয়ে রাখল তারা। 

শুক্রবার ব্রিস্টলে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারায় আফগানরা। পাকিস্তানের দেওয়া ২৬৩ রানের লক্ষ্য ২ বল হাতে রেখে টপকেছে গুলাবদাইন নাইবের দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে পড়ে পাকিস্তান। ইমাম-উল-হক, ফখর জামান দুই ওপেনারই থিতু হয়ে ফেরেন। হারিস সোহেল, মোহাম্মদ হাফিজরা ফেরেন আরও দ্রুত। তবে ওয়ানডাউনে নামা বাবর আজম রানে বলে পাল্লা দিয়ে করেছেন সেঞ্চুরি। তার ১০৮ বলে ১১২ আর শোয়েব মালিকের ৫৯ বলে ৪৪ রানে ২৬২ পর্যন্ত যেতে পারে পাকিস্তান।

উইকেট ব্যাটিং বান্ধব। পাকিস্তানের বোলাররাও দুর্ধর্ষ কেউ নন। মোহাম্মদ শাহজাদ আর হযরতুল্লাহ জাজাই আনেন উড়ন্ত শুরু। শাহজাদ ২৩ করে ফিরলেও মাত্র ২৮ বলে ৪৯ রান করে টোন সেট করে দেন জাজাই।

এর উপর ভর করেই বাকিটা সেরেছেন হাসমতুল্লাহ শহিদি। ১০২ বলে অপরাজিত ৭৪ করে দলকে জিতিয়েছেন তিনি।

পাকিস্তান তাদের পরের প্রস্তুতি ম্যাচ খেলবে ২৬ মে, বাংলাদেশের বিপক্ষে। ২৭ মে নিজেদের পরের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামবে আফগানরা।

এদিকে দিনের আরেক প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে পাত্তা দেয়নি দক্ষিণ আফ্রিকা। ৩৩৮ রান করে লঙ্কানদের গুড়িয়ে দিয়েছে ২৫১ রানে। জিতেছে ৮৭ রানের বড় ব্যবধানে।

Comments