গরুর বাসি মাংসে রঙ মিশিয়ে তাজা করছিল তারা

ঢাকার নিউমার্কেট কাঁচাবাজারে রঙ মেশানো দুই মণ গরুর বাসি মাংস জব্দ করেছে র্যাপিড একশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় মাংসের দোকানের মালিককে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রঙের বোতলসহ হাতেনাতে ধরা পড়েছে এই অসাধু ব্যবসায়ী।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিকভাবে আমাদের ধারণা কাপড়ে যে রঙ ব্যবহার করা হয় সেটি মাংসে মেশানো হচ্ছিল। মাংস লাল ও তাজা দেখানোর জন্য তারা এই কাজ করছিল। ল্যাব টেস্ট করলে বোঝা যাবে কোন ধরনের রঙ ব্যবহার হচ্ছিল সেখানে।
একই অভিযানে আরেকটি দোকানের দুজন মাংস ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে এই ভ্রাম্যমাণ আদালত। তারা তাজা মাংসের সঙ্গে পুরনো বাসি মাংস মিশিয়ে বিক্রি করছিল।
কারাগারে পাঠানোর সঙ্গে সঙ্গে তাদেরকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মাংস ধ্বংস করেছে র্যাব।
Comments