বিশ্বকাপ উপভোগ করতে চোখ রাখবেন যেখানে
অনেক হয়েছে কথার লড়াই। অনেক হয়েছে তর্ক-বিতর্ক। এরই মধ্যে কেউ কেউ হয়তো অঙ্ক কষে বের করে ফেলেছেন কোন চারটি দল খেলবে সেমিফাইনালে, কারা হবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তবে সেসব হয়েছে ফাঁকা মাঠে! আজ (৩০ মে) থেকে শুরু মাঠের লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপ শুরুর পর ক্রিকেটপ্রেমীদের তর্ক-বিতর্ক, আবেগ-উৎকণ্ঠা বহুগুণে বাড়বে-উন্মাদনার পারদ চড়বে আকাশে, তা আর আলাদা করে বলে দিতে হয় না। তবে সেজন্য সবার আগে খেলাগুলো তো দেখা চাই! ইংল্যান্ড ও ওয়েলসের মাঠে বসে খেলা উপভোগ করার সৌভাগ্য সকলের হচ্ছে না। টানা ৪৬ দিন ক্রিকেট প্রেমে বুঁদ হতে বাকি কোটি কোটি ভক্তদের চোখ রাখতে হবে টিভি পর্দায়। তাই কোন কোন চ্যানেলে বিশ্বকাপের খেলা উপভোগ করা যাবে তা জেনে নেওয়া চাই। এবার অনলাইনেও দেখা যাবে বিশ্বকাপের গোটা আসর।
বাংলাদেশের তিনটি টেলিভিশন চ্যানেল এবার সরাসরি সম্প্রচার করবে বিশ্বকাপ। সেগুলো হলো- বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মাছরাঙ্গা টিভি এবং গাজী টিভি (জিটিভি)। এছাড়া ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের পর্দায় বাংলাদেশের ক্রিকেটপাগল অগণিত মানুষ দেখতে পাবেন খেলা।
তবে যদি টিভিতে খেলা দেখার সুযোগ না থাকে, তাতেও সমস্যা নেই। এবার অনলাইনে দর্শকরা বিশ্বকাপ সরাসরি উপভোগ করতে পারবেন। বাংলাদেশে ‘র্যাবিটহোল বিডি’ (http://www.rabbitholebd.com/) বিশ্বকাপের প্রতিটি ম্যাচ অনলাইনে দেখাবে। আইসিসির বাংলাদেশ অঞ্চলের ডিজিটাল ব্রডকাস্টিং পার্টনার হিসেবে এই স্বত্ব পেয়েছে তারা।
বিশ্বের বিভিন্ন দেশে বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে যে চ্যানেলগুলো:
দেশ/অঞ্চল |
চ্যানেল/নেটওয়ার্ক/পেজ |
ভারত |
স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস |
পাকিস্তান |
পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস |
অস্ট্রেলিয়া |
ফক্স স্পোর্টস |
যুক্তরাজ্য |
স্কাই স্পোর্টস |
যুক্তরাষ্ট্র |
উইলো টিভি |
দক্ষিণ আফ্রিকা |
সুপার স্পোর্টস |
নিউজিল্যান্ড |
স্কাই স্পোর্টস |
মধ্যপ্রাচ্য |
ওএসএন স্পোর্টস ক্রিকেট |
কানাডা |
এটিএন নেটওয়ার্ক, উইলো টিভি |
ইউরোপ ও জাপান |
আইসিসি ফেসবুক পেজ |
Comments