পাকিস্তানের প্রথম ম্যাচেই খেলবেন আমির

ছবি: রয়টার্স

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার (৩১ মে) ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাকিস্তান। তবে তার আগে ছিল নানা গুঞ্জন। পেসার মোহাম্মদ আমিরকে ছাড়াই নামতে হবে বলেই সংবাদ চাউর ছিল পাকিস্তানি গণমাধ্যমে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদ। খেলার মতো সম্পূর্ণ ফিট আছেন বলেই জানিয়েছেন অধিনায়ক।

২৭ বছর বয়সী আমির ইনজুরির কারণে শেষ চারটি আন্তর্জাতিক ম্যাচ মিস করেছেন। বিশ্বকাপের শুরুটাও হয়তো এমনই হবে বলে ধারণা ছিল সবার। তবে এদিন সংবাদ সম্মেলনে আমিরের সুস্থতার কথা জানালেন সরফরাজ, ‘আগামীকালের ম্যাচের জন্য আমির সম্পূর্ণ ফিট আছে।’

পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ অনলাইন জানিয়েছিল, আমির এখনও তার পুরো ফিটনেস ফিরে পাননি। দলের কোচ মিকি আর্থারের কাছে ফিটনেস ঘাটতির বিষয়টি তুলে ধরেছেন তিনি। আরও কয়েকদিনের জন্য চেয়েছেন বিশ্রাম, যেনো পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার সেরাটাই পায় পাকিস্তান।

স্পটফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে এর আগে ২০১১ এ ২০১৫ সালের বিশ্বকাপ মিস করেছিলেন আমির। এবারও এমন আশঙ্কাই ছিল। প্রাথমিকভাবে ঘোষিত বিশ্বকাপের দলে ছিলেন না তিনি। তবে ইংলিশদের বিপক্ষে পাকিস্তানের বর্ণহীন সিরিজই তাকে সুযোগ করে দেয় বিশ্বকাপে। তাকে জায়গা দিতে গিয়ে বাদ পড়েন ফাহিম আশরাফ।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিলো পাকিস্তান। ওই সিরিজ থেকেই শুরু হয়েছে আমিরের ফিটনেস ঘাটতি। তাছাড়া চিকেন পক্সেও আক্রান্ত হয়েছিলেন ২৭ বছর বয়সী এই বোলার।

অবশ্য ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে মাঠে আমিরের সময়টা ভালো যাচ্ছে না। উইকেট নেওয়ার যে অদ্ভুত ক্ষমতা তার ছিলো, তা একরকম হারিয়েই ফেলেছেন তিনি। শেষ ১৫ ম্যাচে নিয়েছেন মাত্র ৫ উইকেট। তার সঙ্গে নতুন করে আবার যুক্ত হয়েছে ফিটনেস সমস্যা। তবে আশার কথা ফিটনেস ফিরে পেয়েছেন এ পেসার। এবার পালা ছন্দ ফিরে পাওয়ার।

Comments

The Daily Star  | English

G7 expresses support for Israel, calls Iran source of instability

Israel and Iran attacked each other for a fifth straight day on Tuesday

1h ago