মরগানের উত্তেজনা, মরগানের স্বস্তি

eoin morgan
ছবি: ক্রিকইনফো

ফেভারিট তকমায় আপত্তি নেই ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের এক নম্বর দল তারা। বিশ্বকাপও তাদের নিজেদের মাটিতে। ফেভারিট শব্দটা তাদের গায়ের সঙ্গেই মানায়। বিশ্বকাপে ইংল্যান্ডের যাত্রাটাও হয়েছে ফেভারিটের মতো করেই। দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা।

জয়টা হয়তো ইংলিশদের জন্য প্রত্যাশিতই ছিল। তবে বিশ্বকাপের তো একটা বাড়তি চাপ থাকে। আর ক্রিকেটের সেরা আসরে ইংলিশদের মলিন অতীতের কথাও তো কারও অজানা নয়! তাই উদ্বোধনী ম্যাচে জয় পেয়ে মরগান যেমন ভীষণ খুশি, সেই সঙ্গে দারুণ উত্তেজনা এবং স্বস্তি অনুভব করছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গতকাল (৩০ মে) ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। চার ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান তোলে তারা। এরপর বোলারদের নৈপুণ্যে এবং ফিল্ডারদের সহায়তায় দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে বেঁধে ফেলে দলটি।

বড় জয় দিয়ে বিশ্বকাপ শিরোপা জয়ের খরা ঘোচানোর অভিযান শুরু করার পর সংবাদ সম্মেলনে মরগান বলেন, ‘এভাবে শুরু করতে পেরে খুবই স্বস্তি অনুভব করছি। সেই সঙ্গে উত্তেজিতও। দারুণ একটি জয় পেয়েছি আমরা। তার চেয়ে বড় কথা হলো, অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছি আমরা।’

গেল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশের কাছে হারই বাজিয়ে দিয়েছিল ইংলিশদের বিদায় ঘণ্টা। কিন্তু এরপর বিস্ময়করভাবে বদলে ইংল্যান্ডের ওয়ানডে খেলার ঢঙ। তারকায় ঠাসা দলটি এখন ওয়ানডে খেলুড়ে দলগুলোর মধ্যে শীর্ষে।

সেই প্রসঙ্গ টেনে মরগান বলেন, ‘আমি মনে করি, গেল দুই বছরে আমাদের খেলাতে একটি লক্ষণীয় পরিবর্তন এসেছে। আমরা এখন কন্ডিশনকে ভালোভাবে পর্যবেক্ষণ করি স্মার্ট ক্রিকেট খেলি। আমরা জুটি গড়ি, স্কোরবোর্ডে বড় সংগ্রহ তুলি এবং বিশ্বাস করি এটাই যথেষ্ট।’

দলীয় অর্জনের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে মরগানের ব্যক্তিগত অর্জনও কম নয়। প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০০ ওয়ানডে খেলার রেকর্ড গড়েছেন তিনি। সবমিলিয়ে ক্যারিয়ারে ২২৩টি ওয়ানডে খেলেছেন মরগান, যার প্রথম ২৩টি ছিল আয়ারল্যান্ডের জার্সিতে।

এদিন ৫০ ওভারের ক্যারিয়ারে ৭ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন ৩২ বছর বয়সী মরগান। ২০৮ ইনিংসে ৩৯.৭৪ গড়ে তার সংগ্রহ ৭ হাজার ৩৪ রান। ১২টি সেঞ্চুরির সঙ্গে ৪৬টি হাফসেঞ্চুরি আছে তার নামের পাশে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago