পূর্বের যেকোনো সময়ের তুলনায় সড়কের অবস্থা এখন ভালো: কাদের

পূর্বের যেকোনো সময়ের তুলনায় সড়ক ও মহাসড়কের অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
Obaidul Qader
৩১ মে ২০১৯, রাজধানীর গাবতলী এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: ইউএনবি

পূর্বের যেকোনো সময়ের তুলনায় সড়ক ও মহাসড়কের অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

“এ বছর ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হবে। চালকরা যদি সড়কে নিয়ম মেনে গাড়ি চালায় এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করে তাহলে যানজট ও দুর্ঘটনা ঘটবে না”, বলেন তিনি।

আজ (৩১ মে) রাজধানীর গাবতলী এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) মোবাইল কোর্ট চলাকালে সেখানে পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

বাস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, “আপনারা চালকদের সঙ্গে কথা বলুন, তাদের পরামর্শ দিন যাতে সড়কের শৃঙ্খলা মেনে গাড়ি চালায়, অতি উৎসাহ নিয়ে কোনো যানকে অতিক্রম (ওভারটেকিং) না করে।”

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সড়ক-মহাসড়ক ও টার্মিনালগুলোতে চাঁদাবাজি-অনিয়ম রোধে র‌্যাব, পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক রয়েছে।”

শীতাতপ নিয়ন্ত্রিত বাসের টিকিটের মূল্য ৮০০ টাকার স্থলে ১৫০০ টাকা করে নেওয়া হচ্ছে এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “যাত্রীদের কাছ থেকে কোনো বাড়তি ভাড়া নেওয়া যাবে না।”

বিভিন্ন সড়কের উন্নয়নমূলক কাজ চলছে। তবে, এই মুহূর্ত যানজট সৃষ্টি করবে, তাই সে কাজও বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

Comments

The Daily Star  | English

Khagrachhari violence: 3 dead, 4 sent to CMCH 'with bullet wounds'

Three indigenous people died of their injuries at a hospital in Khagrachhari yesterday and early today, hours after arson attacks and violence in the district

1h ago