প্রশ্নপত্র ফাঁস: পটুয়াখালীতে ৪৫ জন আটক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী থেকে কমপক্ষে ৪৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
Patuakhali Question Leak
৩১ মে ২০১৯, পটুয়াখালীর বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে কমপক্ষে ৪৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ছবি: স্টার/সোহরাব হোসেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালী থেকে কমপক্ষে ৪৫ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ কর্মকর্তাদের বরাতে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আটককৃতদের মধ্যে ১২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (৩১ মে) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, আটক হওয়া অপর ৩৩ ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।

এ ঘটনায় অপর এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ জানান, সাজাপ্রাপ্ত দুইজন হলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সেচ্ছাসেবক দিপু সিকদার (২৪) ও সাইফুল মৃধা (২৫)। এদের প্রত্যেকে এক মাস করে সাজা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাজাপ্রাপ্ত অপর ১০ জনকে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত মোবাইল ডিভাইসসহ আটক করা হয়েছে।

Comments