সিরাজগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৮
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অপর এক লেগুনার মুখোমুখি সংঘর্ষে আট জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ঢাকা-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অপর এক লেগুনার মুখোমুখি সংঘর্ষে আট জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদের বরাতে আমাদের পাবনা সংবাদদাতা জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
ওসি জানান, আজ (২ জুন) দুপুর ১টার দিকে ঢাকা থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওই লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আট ব্যক্তি মারা যান। নিহতের সবাই লেগুনার যাত্রী।
আহতের উদ্ধার করে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Comments