মানিকগঞ্জে চলন্ত এসি বাসে আগুন

Manikganj AC bus
৩ জুন ২০১৯, ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় কে লাইন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: স্টার

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী বাসস্ট্যান্ড এলাকায় কে লাইন পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে মানিকগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা।

এতে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ধীরগতিতে যান চলাচল শুরু করে।

আজ (৩ জুন) ভোর ৬টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকামুখি ওই বাসটিতে আগুনের ঘটনা ঘটে।

কে লাইন পরিবহনের হেলপার জানান, সাতক্ষীরা থেকে ১০/১২ জন যাত্রী নিয়ে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হয় বাসটি। পথের মাঝে মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে আসার পর বাসটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ওয়ারিংয়ের তার থেকে বাসের এসিতে আগুন ধরতে শুরু করে। বিষয়টি টের পেয়ে যাত্রীদেরকে নামিয়ে দেওয়া হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাসটি পুড়তে থাকে।

মানিকগঞ্জ দমকল বাহিনীর কর্মকর্তা খন্দকার জান্নাতুল নাঈম জানান, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু, ততক্ষণে বাসটির প্রায় অধিকাংশই পুড়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, আগুনের কারণে মহাসড়কে অল্প সময় যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে ধীরগতিতে যানবাহন চলাচল শুরু করলেও এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English
Ahsan Khan Chowdhury on national budget 2025

Budget falls short on raising industrial competitiveness

The government must prioritise boosting the competitiveness of all industries if it wants to create more jobs, capture a bigger share of global markets, and strengthen the economy.

12h ago